সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাক ‘রীতি’ বদল! এবার আর কালো নয়, সাদা পোশাকে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত কয়েকবার কেন্দ্রীয় সংস্থার ডাকে যখন সাড়া দিয়েছেন অভিষেক, অধিকাংশ সময় কালো শার্ট কিংবা টিশার্টে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বৃহস্পতিবার সেই চেনা পোশাকে দেখা গেল না তৃণমূলের সর্বভারতীয় সম্পাদককে। কালো ছেড়ে এলেন সাদা ফুলহাতা শার্টে। সঙ্গে ছিল চিরাচরিত কালো ফর্মাল প্যান্ট।
[আরও পড়ুন: বাজারে হু হু করে ঢুকছে ৫০০ টাকার জাল নোট! খাস কলকাতায় গ্রেপ্তার পাচারকারী]
গতবার ইডি হাজিরার পরই ঠাট্টার মেজাজে অভিষেককে কালো পোশাক নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জিজ্ঞেস করেছিলেন কালো কি তাঁর লাকি চার্ম? জবাবে অভিষেক জানান, ওরকম কোনও বিষয় নেই। তবে সাদা, কালো ছাড়া অন্য রং তিনি পরেন না। সাদা-কালো পরতেই ভালোবাসেন। হাসতে হাসতে আরও বলেছিলেন, আপনারা যখন বলছেন, পরের বার সাদা পরেই আসব। কাকতালীয়ভাবে এদিন সাদা শার্ট পরেই এলেন অভিষেক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সাদা-কালো পোশাকেই অধিকাংশ সময় দেখা যায়। কখনও সাদা শার্ট তো কখনও কালো টিশার্ট কিংবা শার্ট।
পাঞ্জাবি পরলেও তা হয় একরঙা-গাঢ় নীল বা সাদা। কখনও বা হালকা বেগুনি।
[আরও পড়ুন: ডান্ডিয়া নাচ, পুরি-সবজি-হালুয়া ভোগ, দেব দীপাবলিতে এলাহি আয়োজন কলকাতায়]
দিল্লির ধরনা হোক বা কলকাতায় রাজভবনের সামনে ধরনা, প্রায় সর্বত্রই সাদা পোশাকে দেখা গিয়েছে অভিষেককে।
তবে জন্মদিনের জনসংযোগে অবশ্য তাঁকে রঙিন শার্ট পরতে দেখা গিয়েছে।
