shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ছাব্বিশে কত আসন লক্ষ্য তৃণমূলের? মেগা মঞ্চে টার্গেট বেঁধে দিলেন 'সেনাপতি' অভিষেক

বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না, বার্তা অভিষেকের।
Published By: Kishore GhoshPosted: 12:38 PM Feb 27, 2025Updated: 01:40 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশে কত আসন লক্ষ্য তৃণমূলের? নেতাজি ইন্ডোরের মেগা মঞ্চে টার্গেট বেঁধে দিলেন তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিরোধীদের ফুৎকারে উড়িয়ে আত্মবিশ্বাসী অভিষেক জানালেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২১৫-এর বেশি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

চলতি মাসেই বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় ফের উঠবে সবুজ ঝড়। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় ফিরবে তৃণমূল। মমতা বলেন, “দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি। তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই। একাই লড়ব। আমরা একাই যথেষ্ট। দুই তৃতীয়াংশের বেশি আসন পাব। আমরা চতুর্থবার সরকার গড়ব।” আর এদিন অভিষেক বললেন, “২০১৪ থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না। একাই লড়াই করব।”

বিজেপিকে 'এজেন্সি খোঁচা' দিয়ে অভিষেক বলেন, “বিজেপির কাছে সিবিআই-ইডি-ইনকাম ট্যাক্স-সংবাদ মাধ্যমের একাংশ আছে। কিন্তু বুক দিয়ে আগলে রাখার মতো একজনও কর্মী তৈরি করতে পারেনি ওরা।” অভিষেকের বক্তব্যে উঠে আসে সন্দেশখালি ইস্যু। তিনি বলেন, “আজ থেকে ঠিক একবছর আগে ২৭ ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল। কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল। মানুষ তাঁর যোগ্য জবাব দিয়েছে লোকসভা নির্বাচনে ২২ আসন পেয়েছি। বিজেপির ১৮ টি আসন ছিল, কুৎসার কারণে ১২ টা আসনে নেমে এসেছে।”

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে চলছে তৃণমূলের রাজ‌্য সম্মেলন। প্রধান বক্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। রয়েছেন রাজ‌্য ও ভিন রাজ্যের পদাধিকারী-সহ দলের শীর্ষ নেতৃত্ব। স্টেডিয়ামের ভিতরে উপস্থিত প্রায় ১৯ হাজার নেতা-কর্মী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী কী বলবেন, স্বাভাবিকভাবে সেদিকেই নজর রয়েছে দলীয় নেতৃত্বের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে চলছে তৃণমূলের রাজ্য সম্মেলন।
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী কী বলবেন, স্বাভাবিকভাবে সেদিকেই নজর রয়েছে দলীয় নেতৃত্বের।
Advertisement