সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই অযোধ্যায় (Ayodhya) রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। প্রচারের সমস্ত আলো অযোধ্যার দিকে। সোমবার দিনের প্রথমার্ধ্বে অযোধ্যায় অনুষ্ঠান শেষের পর বিকেলে কলকাতায় ‘সংহতি মিছিল’ করবে তৃণমূল। নেতৃত্ব দেবেন খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাজরা পার্ক থেকে পার্কসার্কাস পর্যন্ত চলবে মিছিল। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে সেই মিছিলে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জায় যাবেন তৃণমূল সুপ্রিমো। তার আগে রবিবার রাতে সোশাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। X হ্যান্ডলে তিনি লিখলেন, ”আমার ধর্ম আমাকে এমন কোনও ধর্মীয় স্থানকে গ্রহণ করতে শেখায় না যা ঘৃণা, হিংসার উপর দাঁড়িয়ে তৈরি হয়।”
রামমন্দির নিয়ে যেখানে আবেগে ভাসছে গোটা দেশ, সেখানে অভিষেকের সোশাল মিডিয়া বার্তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কোনও নাম উল্লেখ না করেও এই ইস্যুতে যেভাবে নিজের মনোভাব ব্যক্ত করেছেন, তা বেশ কৌশলী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, আমার ধর্ম এমন কোনও শিক্ষা দেয় না, এমন কোনও ধর্মীয় স্থানকে গ্রহণ করতে শেখায় না যা ঘৃণা, হিংসার উপর দাঁড়িয়ে। যার নেপথ্যে রয়েছে নিরীহ মানুষের রক্তপাত।
[আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়াল কেন্দ্র, বাদ পিপিএফ]
আসলে ছিয়ানব্বইয়ের অযোধ্যার ইতিহাস আজও প্রত্যেক ভারতবাসীর মনের কোনে ক্ষত জাগিয়ে রেখেছে। ধর্মীয় স্থান নিয়ে ঝামেলা যে কতটা রক্তাক্ত হতে পারে, তা প্রত্যক্ষ করেছে এই দেশ। সেসব মুছে আজকের রামমন্দির তৈরি হলেও, অতীত বিস্মৃত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশাল মিডিয়া পোস্ট ফের তা মনে করিয়ে দিল।