shono
Advertisement
Baghajatin

জলাভূমি ভরাট করে তৈরি বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট! প্রোমোটার ও বাসিন্দাদের বিরুদ্ধে FIR

বুধবার সকাল থেকে আবাসনটি ভাঙার কাজ করছে পুরসভা।
Published By: Tiyasha SarkarPosted: 03:48 PM Jan 15, 2025Updated: 03:48 PM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলাভূমি ভরাট করেই নাকি তৈরি হয়েছিল বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই প্রোমোটার ও আবাসনের ৮ বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে বুধবার সকাল থেকে আবাসনটি ভাঙার কাজ করছে পুরসভা।

Advertisement

মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ল। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। পুরসভা দাবি করে অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। ইতিমধ্যেই প্রোমোটার সুভাষ রায় ও আট বাসিন্দার বিরুদ্ধে। এফআইআরে বলা হয়েছে, প্রশাসনকে না জানিয়েই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছিল। মাটি পরীক্ষা না করেই চলছিল ‘হাইড্রলিক জ্যাকিং’। সুভাষ নাগরার সংস্থা নাগরা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এই কাজ করছিল। মঙ্গলবার রাতেই শুরু হয়েছিল বিল্ডিংটি ভাঙার কাজ। বুধবার সকাল থেকে পুরোদস্তুর কাজ চলছে। এদিন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় সিপিএম।

প্রসঙ্গত, কলকাতা পুরসভা সূত্রে খবর, কয়েক বছর আগে তৈরি হয়েছিল বহুতলটি। কিছুদিন আগে সেখানে ফাটল দেখা দেয়। খবর দেওয়া হয় ফ্ল্যাটের প্রোমোটারকে। তিনি মেরামতের আশ্বাস দেন। এদিকে ফাটল দেখা দেওয়ার পরই কিছু বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মেরামতির কাজে কাউন্সিলরের অনুমতি ছিল না বলেই খবর। মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতেও বলেছিলেন তিনি। তারপরও কাজ চলছিল বলে অভিযোগ। এর মাঝেই মঙ্গলবার হেলে পড়ে বাড়িটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জলাভূমি ভরাট করেই নাকি তৈরি হয়েছিল বাঘাযতীনের ওই ফ্ল্যাট। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য।
  • ইতিমধ্যেই প্রোমোটার ও আবাসনের ৮ বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
  • এদিকে বুধবার সকাল থেকে আবাসনটি ভাঙার কাজ করছে পুরসভা।
Advertisement