shono
Advertisement
ASHA Worker Protest

'রাজনীতির রং লাগতে দেব না', আশাকর্মীদের বিক্ষোভে শামিল হতেই লকেটকে 'গো ব্যাক' স্লোগান

একাধিক দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন আশাকর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক।
Published By: Sucheta SenguptaPosted: 01:29 PM Jan 21, 2026Updated: 02:39 PM Jan 21, 2026

মাসিক ভাতা বৃদ্ধি-সহ আটদফা দাবিপূরণে পূর্বঘোষণামতো বুধবার স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন আশাকর্মীরা (ASHA Worker Protest)। শহরের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের মিছিল শুরু হয়েছে সল্টলেকের দিকে। পুলিশও নিরাপত্তার স্বার্থে তাঁদের বাধা দিয়েছে। শিয়ালদহ, ধর্মতলার কাছে আশাকর্মীদের মিছিলে অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আর এই মিছিলে শামিল হতেই বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locaket Chatterjee) শুনতে হল 'গো ব্যাক' স্লোগান। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের মিছিলে কোনও রাজনৈতিক রং লাগতে দেবেন না।

Advertisement

সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে পোস্টার হাতে আশাকর্মীরা। নিজস্ব ছবি

বুধবার সল্টলেকের স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি রয়েছে আশাকর্মীদের। শিয়ালদহ ছাড়াও একাধিক জেলা থেকে স্বাস্থ্যভবনমুখী মিছিলের প্রতিটিতেই পুলিশের বাধা ছিল। তা উপেক্ষা করে এগিয়ে চলেছিলেন বিক্ষোভকারীরা। কোথাও কোথাও প্রতিবাদে রাস্তা অবরোধও চলে। তবে পরিস্থিতি বেশি উত্তপ্ত হতে শুরু করে কলকাতায় মিছিল প্রবেশের পর। বিশেষত শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে যাওয়া মিছিলকে এসএন ব্যানার্জি রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাতে চাইলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মহিলা কর্মীদের সঙ্গে সংঘর্ষে বাঁধে মহিলা কনস্টেবলদের। কয়েকজনকে সেখান থেকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ন্যায্য পাওনা চাইতে আসায় তাঁদের উপর এভাবে পুলিশ অত্যাচার করেছে।

অন্যদিকে, সল্টলেকের দিকে আসা একটি মিছিলকে পুলিশ আটকাতে গেলে সেখানে পৌঁছে যান বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ লকেট চট্টোপাধ্যায়। তাঁকে দেখেই বিক্ষোভকারীরা 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন। তাঁদের সাফ বক্তব্য, নিজেদের মিছিলে কোনও রাজনীতির রং লাগতে দেবেন না।এদিকে, আশাকর্মীদের মিছিল ঘিরে স্বাস্থ্যভবনের আঁটসাঁট করা হয়েছে। মিছিল যত এগোচ্ছে, তত নিরাপত্তাও বাড়ানো হয়েছে পুলিশের তরফে। স্বাস্থ্যভবনের সামনে মাইকিং করেন পুলিশকর্তারা। আর সেখানে পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে নিজেদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হয়েছেন আশাকর্মীরা। 

লকেটকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান। নিজস্ব ছবি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement