Advertisement
'ব্যর্থ' বাজপেয়ী, পরিসংখ্যানে সবচেয়ে সফল নাড্ডা, বিজেপি সভাপতি হিসাবে কার কত স্ট্রাইক রেট?
বিজেপি সভাপতি হিসাবে অমিত শাহর স্ট্রাইক রেট কত?
প্রশ্নাতীতভাবেই এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি। এই মুহূর্তে দেশের ২১ রাজ্যে হয় বিজেপি বা এনডিএ জোটের সরকার রয়েছে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে দেশে প্রায় ৩৪০ জন সাংসদ রয়েছেন। বিধায়ক সংখ্যা প্রায় ১৭০০। অন্য কোনও দল ধারেকাছে নেই।
সদ্যই বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছে নীতীন নবীনকে। ৪৫ বছরের নবীন রীতিমতো কড়া চ্যালেঞ্জের মুখে। কারণ বিজেপির শেষ দুই সভাপতির স্ট্রাইক রেট রীতিমতো চমকপ্রদ। সেই পরিসংখ্যান ছাপিয়ে যাওয়া দূর, সেটা ধরে রাখাটাই রীতিমতো কঠিন চ্যালেঞ্জ। যদিও শুরুর দিকে বিজেপির এই পরিস্থিতি ছিল না। রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে ছিলেন বাজপেয়ী, আডবানীরা। সেখান থেকে রীতিমতো মহীরুহ হয়ে গিয়েছে আজকের বিজেপি।
বিজেপির প্রথম সর্বভারতীয় সভাপতি ছিলেন অটলবিহারী বাজপেয়ী। ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত দলের সভাপতি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর আমলে লোকসভা ও বিধানসভা মিলিয়ে মোট ২২২৯ আসনে লড়াই করে বিজেপি। তাতে জয় আসে মাত্র ২৩৯ আসনে। স্ট্রাইক রেট ১০.৭২ শতাংশ।
বিজেপির দ্বিতীয় সভাপতি লালকৃষ্ণ আডবানী। মোট ৩ দফায় প্রায় ১১ বছর সভাপতি ছিলেন তিনি। নিজের কার্যকালে ৮৩৭৬ আসনে লড়ে বিজেপি জেতে ২৪৭৬ আসনে। স্ট্রাইক রেট প্রায় ২৯ শতাংশ। আসলে এই সময় বিজেপি অনেকটাই এগিয়েছে। আডবানীর আমলে বিভিম্ন দলের সঙ্গে কৌশলগত জোটও করেছে গেরুয়া শিবির। যার সুফল পায় কেন্দ্রের বর্তমান শাসকদল।
মুরলী মনোহর জোশী বছর দু'য়েক বিজেপির সভাপতি ছিলেন। তাঁর আমলে মাত্র ১৩০ আসনে লড়ে মাত্র ৬টিতে জেতে বিজেপি। স্ট্রাইক রেট নগণ্য।
খুশবাউ ঠাকরে বিজেপি সভাপতি হিসাবে কমবেশি সফল। ১৯৯৮-২০০০ সাল এই ৩ বছরে তিনি ১৫৮৬ আসনে লড়ে ৫৮৮ আসনে জিতিয়েছিলেন বিজেপিকে। স্ট্রাইকরেট প্রায় ৩৭ শতাংশ। তাঁর আমলেই প্রধানমন্ত্রী হন বাজপেয়ী।
খুশবাউয়ের পর বছর দুই বিজেপির সভাপতি ছিলেন জনা কৃষ্ণমূর্তি। ৯৫৮ আসনে লড়ে তিনি দলকে জেতান ১৪৪ আসনে। স্ট্রাইকরেট ১৫ শতাংশ।
ভেঙ্কাইয়া নায়ডুর সভাপতিত্বে ১৬৪৬ আসনের মধ্যে ৭৬৭টি আসন পায় গেরুয়া শিবির। স্ট্রাইক রেট ছিল প্রায় ৪৬ শতাংশ।
রাজনাথ সিং দু'দফায় বিজেপির সভাপতি ছিলেন প্রায় ৬ বছর। এই সময় মোট ৪৯৯৪ আসনে বিজেপি জয়ী হয় ১৬৬০ আসনে। স্ট্রাইক রেট প্রায় ৩৩ শতাংশ।
Published By: Subhajit MandalPosted: 02:47 PM Jan 21, 2026Updated: 02:47 PM Jan 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
