shono
Advertisement

আদালতের নির্দেশে লিলুয়ার আবাসন ভাঙা শুরু হতেই বিপত্তি, চাঙড় খসে পড়ায় আতঙ্কে স্থানীয়রা

ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
Posted: 01:43 PM Nov 26, 2023Updated: 03:10 PM Nov 26, 2023

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বালি পুরসভার অন্তর্গত লিলুয়ার রবীন্দ্রসরণীর একটি আবাসনের বেআইনি অংশ ভেঙে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ মেনে শুক্রবার বালি পুরসভার কর্মীরা লিলুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বেআইনি নির্মাণ ভাঙতেও গিয়েছিল। কিন্তু সেদিন পুলিশ প্রশাসনের কাছে আদালতের লিখিত নির্দেশিকা না থাকায় ওই আবাসনের বাসিন্দারা ভাঙতে দেননি। অবশেষে শনিবার এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই চারতলা আবাসনের বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়েছে।

Advertisement

এদিন সকাল থেকেই বালি পুরসভার কর্মীরা লিলুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে ভাঙার কাজ শুরু করেন। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানালেন, হাই কোর্টের নির্দেশ মেনে বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রয়োজন হলে ভাঙার কাজ পুরোপুরি শেষ করতে আরও দু’একদিন সময় নেওয়া হবে। এদিকে এদিন ওই আবাসনের বেআইনি অংশ ভাঙার সময় পাশের একটি একশো বছরের পুরোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তুললেন ওই বাড়ির বাসিন্দারা। প্রিয়াঙ্কা ঘোষ নামে ওই বাড়ির এক মহিলা বাসিন্দা বললেন, ‘‘বালি পুরসভা কোনওরকম সুরক্ষা ছাড়াই পাশের আবাসনের বেআইনি অংশ ভেঙেছে। যার ফলে এদিন সকালে আমাদের একশো বছরের পুরোনো বাড়ির বিভিন্ন জায়গা থেকে চাঙর খসে পড়তে থাকে। পুরো তিন তলা বাড়িটা কাঁপতে থাকে। আমরা আতঙ্কিত, মনে হচ্ছে যে কোনও সময় বাড়িটা ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের এই বাড়িতে ৭টি পরিবার থাকেন। ৫জন শিশু -সহ ২৪ জন সদস্য রয়েছেন। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।’’

[আরও পড়ুন: খাস ক্যানিংয়েই শওকত মোল্লার পোস্টারে কালি, ছেঁড়া হল ব্যানার, কাঠগড়ায় ISF]

এই প্রসঙ্গে প্রশাসনের তরফে ঘটনাস্থলে উপস্থিত ডেপুটি ম্যাজিস্ট্রেট অসিতবরণ ঘোষ বললেন, ‘‘পাশের পুরোনো বাড়িটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েই প্রশাসনের তরফে আবাসনের বেআইনি অংশ ভাঙা হচ্ছে। বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’’

[আরও পড়ুন: NRS কাণ্ডের ছায়া, শিলিগুড়িতে খাবারে বিষ মিশিয়ে ১৪টি কুকুরছানাকে ‘খুন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement