shono
Advertisement
Bengal BJP

নজরে ছাব্বিশের ভোট, আদি নেতাদের 'ক্ষত' সারাতে চলতি মাসেই বঙ্গে সম্মেলন বিজেপির

গত কয়েকবছর ধরে বঙ্গ বিজেপিতে একঘরে দিলীপের মতো দাপুটে নেতারা।
Published By: Tiyasha SarkarPosted: 11:42 AM Dec 04, 2025Updated: 03:10 PM Dec 04, 2025

স্টাফ রিপোর্টার: বঙ্গ বিজেপির (Bengal BJP) আদি শিবিরকে মাঠে নামাতে এবার নয়া কৌশল নিল দিল্লির নেতারা। আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে পুরনো নেতা-কর্মীদের সম্মেলন হতে চলেছে কলকাতায়। রাজ্য বিজেপির যে সব পুরনো নেতাকে দূরে সরিয়ে রেখেছিল, দলের কোনও দায়িত্ব দেয়নি, ক্ষুব্ধ সেই সব নেতা-কর্মীদের দলের কাজে লাগাতে তৎপর হল দিল্লি। ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপির আদি-নব্য শিবিরের কোন্দল সামলাতে রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল এমনই উদ্যোগ নিয়েছেন বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, পুরনো নেতাদের সক্রিয় করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির (Bengal BJP) প্রাক্তন সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠকদের। রাজকমল পাঠক বলেন, গত চার বছর ধরে পুরনো নেতারা দায়িত্ব না পেয়ে বসে রয়েছেন। তাঁদের কাজে লাগানো হয়নি। এবার আমাদের দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে পুরনোদের সক্রিয়ভাবে দলের কাজে লাগাতে। প্রায় তিন হাজার সমাগম হবে ২৫ ডিসেম্বর। কলকাতায় হল খোঁজার চেষ্টা চলছে। সূত্রের খবর, গত ২৮ নভেম্বর বঙ্গ বিজেপির এক দলীয় বৈঠকে কেন্দ্রীয় নেতা সুনীল বনসল পুরনো নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সকল পুরনোকে কাজে লাগাতে হবে। কেউ বসে থাকলে হবে না। শুধু তাই নয়, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও উদ্যোগ নিয়েছেন দলের পুরনোদের আবার দলের কাজে ফিরিয়ে আনতে।

প্রসঙ্গত, গত চার বছর ধরে বঙ্গ বিজেপিতে পুরনোদের দূরে সরিয়ে রাখা নিয়ে আদি শিবিরে চরম ক্ষোভ রয়েছে। ব্রাত্যদের তালিকায় রয়েছেন খোদ দিলীপ ঘোষ। দীর্ঘদিন ধরে দলের সভা-সমিতিতে ডাক পাচ্ছেন না তিনি। যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও উগরেছে। ছাব্বিশের বৈতরণী পার করতে দিলীপের মতো নেতারাই ভরসা বলে মনে করছে দল। সেই কারণেই পুরনোদের গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত বিজেপির। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্গ বিজেপির আদি শিবিরকে মাঠে নামাতে এবার নয়া কৌশল নিল দিল্লির নেতারা।
  • আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে পুরনো নেতা-কর্মীদের সম্মেলন হতে চলেছে কলকাতায়। রাজ্য বিজেপির যে সব পুরনো নেতাকে দূরে সরিয়ে রেখেছিল, দলের কোনও দায়িত্ব দেয়নি, ক্ষুব্ধ সেই সব নেতা-কর্মীদের দলের কাজে লাগাতে তৎপর হল দিল্লি।
  • ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপির আদি-নব্য শিবিরের কোন্দল সামলাতে রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল এমনই উদ্যোগ নিয়েছেন বলে খবর।
Advertisement