shono
Advertisement
Weekly horoscope

২৮ ডিসেম্বর-৩ জানুয়ারি ২০২৬: জীবনে বড় পরিবর্তন আসবে মেষ রাশির

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। 
Published By: Biswadip DeyPosted: 11:51 AM Dec 28, 2025Updated: 12:45 PM Dec 28, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, বৃশ্চিকে বুধ, ধনুতে রবি, মঙ্গল ও শুক্র, কুম্ভে রাহু, মীনে শনি ও চন্দ্র। ২৯ তারিখ বুধ ধনুতে প্রবেশ করবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে জীবনে বড় পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের কাছ থেকে সতর্ক থাকুন। সরকারি সংস্থায় কাজের সুযোগ মিলতে পারে। পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। সন্তানদের লেখাপড়ার জন‌্য অতিরিক্ত চাপ দেবেন না। এতে তাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। লটারি বা ফাটকায় কোনও রকম বিনিয়োগ করবেন না। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে।

বৃষ

এই রাশির জাতক-জাতিকাদের শান্তিপ্রিয় হওয়ার ফলে অশান্তি এড়িয়ে চলুন। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য পরিশ্রম করুন। অসৎ পথে অর্থ রোজগারের সুযোগ এলেও সে পথে কখনওই যাবেন না। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাইবোনদের কলকাঠিতে না পাওয়ার সম্ভাবনা। জমি, বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ‌্যই করে নেবেন। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। ব‌্যবসায়ও উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। অার্থিক ব‌্যাপারে সতর্ক থাকুন। সরকারি কর্মচারীদের এই সময় পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচানোর জন‌্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন।

মিথুন

সপ্তাহের প্রথমদিকে অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। কৃষিজীবী, মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে তাকবেন। স্বার্থান্বেষী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য অধিক পরিশ্রম করতে হবে। সমাজে উচ্চপদস্থ ব‌্যক্তির বদান‌্যতায় ব‌্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না।

কর্কট

এই সপ্তাহে নতুন উদ‌্যমে ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। নিজের ব‌্যক্তিগত জীবনে অনে‌্যর হস্তক্ষেপ মেনে নেবেন না। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত ব‌্যয় করবেন না। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। দংশক প্রাণী থেকে সাবধানে থাকুন। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফলে‌্যর সম্ভাবনা। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব‌্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে।

সিংহ

কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। খেলাধুলায় সন্তানের অসামান‌্য সাফলে‌্যর জন‌্য চাকরি হতে পারে। মায়ের স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক ক্লেশ। ভবিষ‌্যতে সঞ্চয়ের জন‌্য খরচ কমানোর চিন্তাভাবনা এখন থেকে শুরু করুন। সপ্তাহের শেষের দিকে বিভিন্ন কারণে মানসিক চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। গণপরিবহণের চালকরা অত‌্যন্ত সাবধানে গাড়ি চালাবেন। আপনার অত‌্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন‌্য কিছুটা সময় ব‌্যয় করুন।

কন্যা

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী ব‌্যবসায় বিনিয়োগ ভালো ফল মিলবে। কারও প্রতি দুর্বলতা আপনাকে বিপদে ফেলতে পারে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। পরিবারে সকলের মতামত চেনার চেষ্টা করুন। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন‌্য কর্ম পরিবর্তন করুন। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। নববিবাহিতদের বৈবাহিক জীবনে সুখের হবে। নিজের লক্ষে‌্য পৌঁছনোর জন‌্য আরও পরিশ্রম করতে হবে।

তুলা

কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। প্রতিবেশীর সঙ্গে মনোমালিনে‌্যর জন‌্য গৃহনির্মাণে বাধা পড়তে পারে। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য জাতকের ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। শ্বশুর-শাশুড়ির মধে‌্য কোনও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না। হস্তশিল্পীরা তাদের শিল্প-সত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না।

বৃশ্চিক

পারিবারিক ব‌্যবসায় উন্নতির যোগ। জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগান। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। আপনার কন‌্যসন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। কর্মপ্রার্থীরা এই সময় নতুন চাকরির সন্ধান পেতে পারেন। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। সন্তানের অন‌্যায় আবদার সব সময় মেনে নেবেন না। বন্ধুর সাহাযে‌্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে।

ধনু

সপ্তাহের শুরুতে কোনও ভালো খবর পেতে পারেন। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ভালো কোনও যোগাযোগে সন্তানের উন্নতি। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ‌্যমান। দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। নিজ প্রচেষ্টায় নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যুক্ত যঁারা আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

মকর

কর্মে দায়িত্ব বৃদ্ধিতে প্রতিপত্তি বাড়লে আর্থিক সুরাহার আশা কম। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নিন। ছাত্রছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ অাসবে। উচ্চশিক্ষার্থীদের উচ্চ-শিক্ষা ও গবেষণায় সাফল‌্য। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল‌্য দূর করার জন‌্য ঈশ্বরের আরাধনা করুন। অর্থকরী দিক শুভ। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। বেহিসাবি খরচের জন‌্য সংসারে অশান্তি বাধতে পারে।

কুম্ভ

এই সপ্তাহে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। অর্থকরী দিক শুভ। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। রাজনীতিবিদ্‌রা সমাজকল‌্যাণ মূলক কাজের মাধ‌্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। কর্মপ্রার্থীরা এই সময় নতুন চাকরির সন্ধান পেতে পারেন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা বিকল্প উপার্জনের পরিকল্পনায় সফল হতে পারেন। ছোট সন্তানের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থা বোঝবার চেষ্টা করুন।

মীন

অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধে‌্য দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। ব‌্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে। শারীরিক দিক থেকে খুব সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির যোগ। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাইবোনদের কলকাঠিতে না পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির।
  • কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে সম্মান বৃদ্ধি পাবে কুম্ভ রাশির।
  • আর্থিক সুরাহার আশা কম মকর রাশির।
Advertisement