shono
Advertisement

রাজ্যের পরিস্থিতি জানানো হচ্ছে না তাঁকে, অভিযোগে ফের মুখ্যসচিব, ডিজিকে তলব ধনকড়ের

১২ তারিখের মধ্য়ে তাঁদের দেখা করতে বলে চিঠি পাঠালেন রাজ্যপাল।
Posted: 07:56 PM Dec 08, 2020Updated: 08:01 PM Dec 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে কী ঘটে চলেছে, তার বিন্দুবিসর্গও তাঁকে জানানো হচ্ছে না। ফের এই অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। আগামী ১২ তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট-সহ রাজভবনে তাঁদের তলব করেছেন ধনকড়।

Advertisement

সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান (Uttarkanya Abhijaan) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের মাঝে পড়ে উলেন রায় নামে এক বিজেপি (BJP) কর্মীর মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। বিজেপির অভিযোগ, রাজ্য পুলিশ গুলি চালিয়ে তাঁকে হত্যা করেছে। এ নিয়ে নালিশ জানাতে সোমবার সন্ধেবেলা রাজভবনে ধনকড়ের দ্বারস্থ হন বিজেপি প্রতিনিধিরা। সেখান থেকেই ঘটনার যথাযথ, নিরপেক্ষ তদন্তের দাবি করেন তাঁরা। এরপর মঙ্গলবারও দিনভর উলেন রায়ের ময়নাতদন্ত নিয়ে টানাপোড়েন চলেছে। ময়নাতদন্তের রিপোর্টে গুলির চিহ্ন মিলেছে। সেই গুলি কার, তা নিয়ে তরজা চলছে। বিজেপির আবেদনে সাড়া জলপাইগুড়ি আদালত উলেন রায়ের দেহ ফের ময়ানাতদন্তের নির্দেশ দেয়।

[আরও পড়ুন: সরকারি পরিষেবায় বাড়ল নজরদারি, ‘কন্যাশ্রী’ প্রকল্পে স্কুলে নিয়োগ নোডাল অফিসার]

এরই মধ্য়ে মঙ্গলবার সন্ধেবেলা রাজ্যপালের টুইট, রাজ্যজুড়ে কী চলছে, তা তাঁকে জানানো হচ্ছে না। অভিযোগ, বারবার রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং প্রশাসনের তরফে মুখ্যসচিবের কাছে তিনি সব জানতে চাইলেও তাঁরা উপেক্ষাই করছেন। সংবিধানের ১৫৯ নং ধারার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সাংবিধানিক প্রধান হিসেবে তিনি সব বিষয়ে অবগত না থাকায় রাজ্যবাসীর দেখভাল করতে পারছেন না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করতে পারছেন না।

[আরও পড়ুন: ‘ওর ব্যক্তিগত কথা’, মহুয়ার ‘দু’ পয়সার প্রেস’ মন্তব্যে দলের অবস্থান স্পষ্ট করলেন সুব্রত]

তাই ফের চিঠি পাঠিয়ে মুখ্যসচিব (Chief Secreatry) আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রিপোর্ট-সহ রাজভবনে ডেকে পাঠিয়েছেন। তিনদিন সময়ও দিয়েছেন তাঁদের। মনে করা হচ্ছে, উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুতে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ রাজ্যপালের। এখন দেখার, রাজ্যপালের তলব পেয়ে মুখ্যসচিব এবং ডিজিপি কী পদক্ষেপ নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement