গোবিন্দ রায়: রাজ্যে ইডির উপর হামলার ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। সন্দেশখালি এবং বনগাঁর ঘটনা উল্লেখ করে মামলা দায়েরের আবেদন করল বিজেপি। অনুমতি দিলেন প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
গত শুক্রবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন আধিকারিক। তাঁদের মধ্যে রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায়। আরও দুই আধিকারিকও গুরুতর চোট পান। তাঁদের প্রত্যেককে সেই সময় হাসপাতালেও ভর্তিও করা হয়। এর পর ওইদিন রাতে বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন ইডি আধিকারিকরা।
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]
মামলাকারীর দাবি, দুটি ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই ঘটনায় NIA তদন্তের দাবি জানানো হয়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।