shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

সৌজন্যের নজির, নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আদিবাসী উন্নয়নের বৈঠকে আমন্ত্রণ বিজেপিকেও

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
Published By: Sayani SenPosted: 11:49 AM Aug 25, 2025Updated: 11:52 AM Aug 25, 2025

স্টাফ রিপোর্টার: ফের সৌজন্যের নজির। আদিবাসীদের উন্নয়নে এবার রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে রেখে বিজেপির জনপ্রতিনিধিদেরও বৈঠকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে হবে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক। এই কাউন্সিলের চেয়ারপার্সন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। ১৫ জন আমন্ত্রিত সদস্য রয়েছেন। সেখানেই দুই বিজেপি নেতার নাম রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Advertisement

গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ করা হয়েছে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। এছাড়াও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দশরথ তিরকেও। দু'জনকেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে নবান্নের তরফে। একইসঙ্গে ফোনেও তাঁদের আমন্ত্রণ করা হয়েছে। সূত্রের খবর, এর আগে ২০২২ সালে শিলিগুড়িতে আদিবাসী কাউন্সিলের এই বৈঠকে যোগ দিয়েছেন দশরথ।

২০১২ সালে মুখ্যমন্ত্রী আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য এই কাউন্সিল গঠন করেছিলেন। কলকাতা, জলদাপাড়া ও উত্তরকন্যায় এই কাউন্সিলের তিনটি বৈঠকেও হয়েছে। নবান্নে কাউন্সিলের চতুর্থ বৈঠক। আদিবাসীদের জাতি শংসাপত্র প্রদান থেকে শুরু করে, পড়াশোনা ও হস্টেলের ব্যবস্থা, পাট্টা প্রদান, বয়স্ক পেনশনের ব্যবস্থা-সহ আদিবাসী সমাজের প্রকৃত উন্নয়নে বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সৌজন্যের নজির।
  • নবান্নে আদিবাসী উন্নয়নের বৈঠকে আমন্ত্রণ বিজেপিকেও।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
Advertisement