সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি নতুন নিয়োগে (SSC Recruitment Case) অতিরিক্ত ১০ নম্বর বাতিল-সহ পাঁচ দফা দাবি তুলে বিক্ষোভ মিছিল নতুন এসএলএসটি চাকারিপ্রার্থীদের। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত অভিযান করেন তাঁরা। তাঁদের দাবি, চাকরিরত অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার ফলে, তাঁরা কম নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। কিন্তু নতুন চাকরিপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন!
২০১৬ সালের প্যানেল বাতিলের পর, নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর নিয়োগের নিয়মে কিছু পরিবর্তন করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানায়, অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে। তবে পরীক্ষায় বসেন, নতুন ও চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। ফল প্রকাশের পর সেই নম্বরের ভিত্তিতে ডাক পেতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে নতুন চাকরিপ্রার্থীদের অভিযোগ, ১০ নম্বর অতিরিক্ত পাওয়ার ফলে অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। তাঁরা পাচ্ছেন না।
সেই অতিরিক্ত দশ নম্বর বাতিল, সব চাকরিপ্রার্থীকেই সমান নজরে দেখার দাবি তুলে বৃহস্পতিবার ফের মিছিল করেন তাঁরা। এক চাকরিপ্রার্থী বলেন, "৫৮-৫৯ নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছি না আমার। চাকরিরতদের ১০ নম্বর দেওয়ায় তাঁরা ইন্টারভিউতে যাচ্ছেন। আমাদের শ্রেণিকক্ষে থাকার কথা ছিল, কিন্তু রাজপথে রয়েছি। এর জবাব রাজ্য সরকার ও কমিশনকে দিতে হবে।" আরও এক চাকরিপ্রার্থী বলেন, "আমরা পাঁচ দফা দাবি নিয়ে শিয়ালদহ থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করছি। আমাদের দাবি, অতিরিক্ত ১০ নম্বর বাতিল করতে হবে। না হলে এমন কিছু করা হোক যাতে সবার মানদণ্ড সমান থাকবে। আশা করি রাজ্য সরকার আমাদের দাবিকে মান্যতা দেবে।"
