সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। ঘোষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। শনিবার ওয়াশিংটন ডিসিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর উপস্থিতিতে সূচি ঘোষিত হল। উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ড ডি লিমা।
আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবলের মেগা ইভেন্ট। প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপও এই ম্যাচ দিয়েই শুরু হয়েছিল। ১৬ বছর বাদে সেই ম্যাচের পুনরাবৃত্তি হল। এই প্রথমবার বিশ্বকাপের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি হচ্ছে। একদিন আগেই বিশ্বলাপের গ্রুপ বিন্যাস হয়েছে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই সহজ গ্রুপে পড়েছে। বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই। আমেরিকার সময় দুপুর ৩টেয়।
আর্জেন্টিনার সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৬ জুন রাত ৯টা: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
২২ জুন দুপুর ১টা: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৭ জুন রাত ১০টা: আর্জেন্টিনা বনাম জর্ডন
ব্রাজিলের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৩ জুন সন্ধে ৬টা: ব্রাজিল বনাম মরক্কো
১৯ জুন রাত ৯টা: ব্রাজিল বনাম হাইতি
২৪ জুন সন্ধে ৬টা: ব্রাজিল স্কটল্যান্ড
স্পেনের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৫ জুন দুপুর ১২টা: স্পেন বনাম কেপ ভার্দে
২১ জুন দুপুর ১২টা: স্পেন বনাম সৌদি আরব
২৬ জুন রাত ৮টা: স্পেন বনাম উরুগুয়ে
ফ্রান্সের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৬ জুন বিকাল ৩টে: ফ্রান্স বনাম সেনেগাল
২২ জুন বিকাল ৫টা: ফ্রান্স বনাম ফিফা কোয়ালিফায়ার
২৬ জুন বিকাল ৩টে: ফ্রান্স বনাম নরওয়ে
পর্তুগালের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৭ জুন দুপুর ১টা: পর্তুগাল বনাম ফিফা কোয়ালিফায়ার
২৩ জুন দুপুর ১টা: পর্তুগাল বনাম উজবেকিস্তান
২৭ জুন সন্ধে সাড়ে ৭টা: পর্তুগাল বনাম কলম্বিয়া
ইংল্যান্ডের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৭ জুন বিকাল ৪টে: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
২৩ জুন বিকাল ৪টে: ইংল্যান্ড বনাম ঘানা
২৭ জুন বিকাল ৫টা: ইংল্যান্ড বনাম পানামা
