রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাষ্ট্রপতির সফরেও রাজনীতির ছোঁয়া! রাজভবনে সৌজন্যমূলক নৈশভোজে যোগ দিয়েও রাজ্য়ের নামে কুৎসা করতে চলেছে বিজেপি। বাংলায় আদিবাসীরা অত্য়াচারিত, রাষ্ট্রপতির কাছে এই অভিযোগ জানাচ্ছন বিজেপির প্রতিনিধি দল। গেরুয়া শিবিরের এই ভূমিকায় স্বভাবতই ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল। তাঁদের দাবি, সৌজন্য জানে না বিজেপি। তাই তাঁরা রাষ্ট্রপতির সফরের মাঝেও রাজনীতি আনতে চায়।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান সেরে রাজভবনে গিয়েছেন রাষ্ট্রপতি। সেখানে নৈশভোজে আমমন্ত্রিত বিজেপি প্রতিনিধি দল। তাঁদের অভিযোগ, বাংলায় আদিবাসীরা ভাল নেই। রবিবারও বীরভূমে আদিবাসী দম্পতিকে পিটিয়ে খুন করা হয়েছে। গেরুয়া শিবিরের আরও দাবি, তৃণমূল আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করেছে। তাঁরাই এখন সৌজন্য়ের নাটক করছে। রাজভবনে এসমস্ত অভিযোগ জানাতে চলেছে বিজেপি। পালটা তাঁদের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল।
[আরও পড়ুন: ‘সাংবিধানিক অধিকার রক্ষা করুন, দেশকে বাঁচান’, রাষ্ট্রপতিকে কাছে পেয়ে আরজি মমতার]
সাংসদ শান্তনু সেনের দাবি, “বাংলায় আদিবাসীরা ভাল আছে। বিজেপি মিথ্যাচার করছে। ওদের আদিবাসী প্রেম মানে তো পাঁচতারা হোটেল থেকে খাবার কিনে ওঁদের সঙ্গে বসে খাওয়ার অভিনয় করা।” সংবাদিক বৈঠক করে রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও বীরবাহা হাঁসদা বলেন, “আদিবাসী প্রেম দেখায় কিন্তু রাষ্ট্রপতিকে সম্মান জানাতে এল না। এতেই প্রমাণ হয় কতটা ভালোবাসে।” তাঁদের আরও দাবি, “অনুষ্ঠানে না এসে রাষ্ট্রপতিকে অপমান। এর জবাব আপনাদের দিতেই হবে। যারা বলছে আমন্ত্রণ পাননি, তারা মিথ্যে বলছে। কাপুরুষের দল। মহিলাদের সম্মান করতে পারেন না।”