সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমাজের পালটা হনুমান চালিশা৷ শুক্রবার রাস্তা আটকে নমাজ পাঠের বিরোধিতায় সরব বিজেপি৷ তারই প্রতিবার পালটা মঙ্গলবার হনুমান মন্দিরের সংলগ্ন রাস্তায় বসে হনুমান চালিশা পাঠের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যেই গতকাল হাওড়ার বালিখালে রাস্তা আটকে হনুমান চালিশা পাঠও করেন দলীয় নেতাকর্মীরা৷
[ আরও পড়ুন: ‘দেশের হৃদয়কে চূর্ণ করা হয়েছে’, জরুরি অবস্থা নিয়ে সংসদে কংগ্রেসকে তোপ মোদির]
প্রতি শুক্রবার মসজিদে বিশেষ নমাজ পাঠ করেন মুসলমান ধর্মাবলম্বীরা৷ অনেক সময় মসজিদ সংলগ্ন রাস্তায় বসেও নমাজ পাঠ করেন তাঁরা৷ তার জেরে যানজট লেগেই থাকে৷ গন্তব্যে পৌঁছাতে বেজায় সমস্যায় পড়তে হয় পথচলতিদের৷ অ্যাম্বুল্যান্সে থাকা রোগীও অনেক সময় রাস্তায় আটকে পড়েন৷ অনেকেই রাস্তায় বসে নমাজের প্রতিবাদ করেন৷ তবে লাভ কিছুই হয়নি৷ জুম্মাবারের নমাজের জেরে সমস্যাকে ইস্যু করেই এবার ময়দানে বিজেপি৷ গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, শুক্রবারের নমাজের পালটা হিসাবে মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করবেন বিজেপি কর্মী সমর্থকরা৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হনুমান মন্দিরের সামনে বসেই হনুমান চালিশা পাঠ করবেন তাঁরা৷ গতকাল হাওড়ার বালিখালের কাছে রীতিমতো রাস্তা আটকে হনুমান চালিশা পাঠ করেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক৷
এই প্রসঙ্গে হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি ওপি সিং বলেন, ‘‘প্রতি শুক্রবার নমাজের জন্য গ্র্যান্ড ট্যাংক রোড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়৷ রোগী মারা যাচ্ছেন৷ অফিসযাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না৷ তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি৷ তাই তার প্রতিবাদে আমরা মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হনুমান মন্দির লাগোয়া রাস্তায় বসে হনুমান চালিশা পাঠের সিদ্ধান্ত নিয়েছি৷’’
[ আরও পড়ুন: বিনা লাইসেন্সে গাড়ি চালালে জরিমানা ১ লক্ষ, কড়া আইন আনছে কেন্দ্র]
লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক ইস্যুতে চলছে তৃণমূল-বিজেপি তরজা৷ অনেকেই বলছেন, এই বাদানুবাদে নবতম সংযোজন রাস্তা আটকে নমাজ পাঠ নিয়ে বিজেপির বিরোধিতা৷ রাজনৈতিক মহলের মতে, বারবার বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ উঠেছে৷ সেই অভিযোগের পালটা জবাব দিতেই নমাজ পাঠকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলমানদের তোষণের অভিযোগে সরব বিজেপি৷ যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস হাওড়া জেলার (সদর) সভাপতি তথা সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘আমরা নমাজ পাঠ জন্ম থেকে দেখে আসছি। এর সঙ্গে অযথাই তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এসব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।’’
The post রাস্তা আটকে নমাজ, প্রতিবাদে কলকাতার পথে হনুমান চালিশা পাঠ বিজেপির appeared first on Sangbad Pratidin.