সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের সামনে ফের বিক্ষোভে বিএলওরা (BLO Protest)। ব্যারিকেড টপকে সিইও দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা! তা আটকাতেই একেবারেই ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিএলওরা। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে বারবার অ্যাপে বদল আনছে কমিশন। যা নিয়ে একদিকে মানসিক চাপ বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে বিভ্রান্তিও। কমিশনের এহেন পদক্ষেপের বিরুদ্ধেই বিএলওদের বিক্ষোভ। শুধু তাই নয়, আন্দোলনকারীদের আরও দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও তা পাওয়া যাচ্ছে না।
গত কয়েকদিন আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। যা ঘিরে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। শুধু তাই নয়, প্রকাশ্যে আসছে একের পর এক ভুল। যা নিয়ে জনমানসে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে গত কয়েকদিনে বিএলওদের অ্যাপে একাধিক বদল আনা হয়েছে। জারি করা হয়েছে একাধিক নির্দেশিকাও।
এর প্রতিবাদেই আজ সোমবার সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। যদিও তাঁর সময় পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে ঢোকার চেষ্টা করেন বিএলওরা। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের নিরাপত্তা।
বলে রাখা প্রয়োজন, রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একাধিক ইস্যুতে সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’।
