গোবিন্দ রায়: জগদ্দল গুলিকাণ্ডে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। তবে নির্দিষ্ট সময়ে ঘটনার আইও-এর সঙ্গে দেখা করতে হবে। তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।
চলতি বছরের মার্চে জগদ্দলের মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পেয়ে সেখানে যান ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপর অশান্তি বাড়তে থাকে, গুলি চলে বলে অভিযোগ। এই অশান্তি নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) দাবি ছিল, রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি। আচমকা ২ রাউন্ড গুলির শব্দ পান। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান। অর্জুন সিং অভিযোগ করেন, তিনিই ছিলেন হামলার টার্গেট। দু’পক্ষের বচসার মাঝে চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকায়। বিশৃঙ্খলার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এরপর মেঘনা মোড়ের গুলিকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার থানায় ডেকে পাঠানো হয় অর্জুন সিংকে (Arjun Singh)। কিন্তু একবারও তিনি থানায় হাজিরা দেননি। এরপর জগদ্দল থানার পুলিশ মজদুর ভবনে যায়। জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। তা নিয়ে অত্যন্ত বিরক্ত বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, পুলিশ মিথ্যে মামলায় বারবার হেনস্তা করছে। এরপর শুক্রবার সকালেও অর্জুন সিংকে তলব করে নোটিস পাঠানো হয় থানার তলবে। পরবর্তীতে অগ্রিম জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। সেই আবেদন মঞ্জুর করল আদালত।
