shono
Advertisement
Devfest Kolkata 2025

গুগলের জনপ্রিয়তা আরও বাড়াতে কলকাতায় অনুষ্ঠিত হল 'ডেভফেস্ট ২০২৫'

'গুগল'-এর কৃপায় বিশ্ব আজ হাতের মুঠোয়।
Published By: Subhodeep MullickPosted: 04:20 PM Dec 22, 2025Updated: 07:02 PM Dec 22, 2025

নিজস্ব সংবাদদাতা, বিধাননগর: 'গুগল'-এর কৃপায় বিশ্ব আজ হাতের মুঠোয়। আট-থেকে আশি, সবাই এই সার্চ ইঞ্জিনের কৃপাপ্রার্থী। শুধু কী জ্ঞানের ভাণ্ডার, ব্যবসার বিজ্ঞাপন থেকে, ডিজিটাল মার্কেটিং, সবেতেই 'গুরু' হয়ে উঠেছে গুগল। গুগল নেটওয়ার্কের উন্নতিসাধনে এ রাজ্যেও নিরলস কাজ করে চলেছে 'গুল ডেভলপার গ্রুপস' (জিডিজি) নামে একটি সংস্থা। হাতিয়ার অ্যান্ড্রয়েড, ফ্লাটার, গুগল ক্লাউড, এআই। এই গ্রুপ স্থানীয়ভাবে মিটিং, হ্যাকাথন, ওয়ার্কশপ এবং টেক-টক, ডেভলপারদের নতুন স্কিল তৈরি, নেটওয়ার্কিং, কেরিয়ার তৈরি প্রভৃতির উন্নতিকরণ করে। শীতের আমেজে রবিবার কলকাতার উপকণ্ঠে রাজারহাটের একটি বিলাসবহুল রিসর্টে গুগল ডেভলপার গ্রুপসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বার্ষিক সম্মেলন 'ডেভফেস্ট ২০২৫' (Devfest Kolkata 2025)। এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল 'সংবাদ প্রতিদিন ডট ইন'।

Advertisement

উদ্যোক্তারা বলছেন, পূর্ব ভারতের অন্যতম এই প্রযুক্তি কর্মশালায় বক্তৃতা, প্রদর্শনী, ব্যবহাকারীদের দক্ষতা, স্বীকৃতি, অভিজ্ঞতা প্রদান, উদীয়মান এবং বিশেষজ্ঞদের মতামত বিনিময়, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠানকে একই ছাদের তলায় এনে প্রযুক্তির হাতেকলমে পাঠ দেওয়া হয়। এমনকী, নতুন প্রজন্ম এবং আইটি পড়ুয়াদের প্রযুক্তি সম্পর্কে আরও উৎসাহ প্রদান করা হয়েছে। লক্ষ্য গুপ্স প্রযুক্তির সঙ্গে মানুষকে আরও বেশি করে জুড়ে রাখা। সব মিলিয়ে প্রায় ১ হাজার অংশগ্রহণকারী এ দিনের সম্মেলনে যোগ দিয়েছিলেন। জিডিজি উদ্যোক্তাদের অন্যতম অত্রি দাস বলছিলেন, "ভারতর্ষের প্রায় ৬০টি শহরে ডেভ ফেস্ট অনুষ্ঠিত হয়। কলকাতায় গুল নেটওয়ার্ক ব্যবহারকারী, ছাত্রছাত্রী, উদীয়মান ডেভলপার ও তথ্যপ্রযুক্তি কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানে এআই, চ্যাটজিপিটি ব্যবহারে প্রতিদিনের কাজকে আরও উন্নতকরণ এবং সহজ করে তোলার পাঠ দেওয়া হয়েছে হাতকলমে। পাশাপাশি স্থানীয় প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরা হয়। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সজাগ করা হয়েছে ব্যবহারকারীদের।"

বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহারও ভীষণ। তা রুখতে করণীয় কী? এই প্রশ্নের জবাবে বিশেজ্ঞদের মধ্যে ঋভু চক্রবর্তী, সুমন্ত মুখ্যোপাধ্যায়দের বক্তব্য, “ঝগড়া, ফালতু রিলস নয়, মানুষ ভালো কন্টেন্ট ক্রিয়েটারকে পছন্দ করে। সেখান থেকে মানুষ অনেক শিক্ষাও অর্জন করেন। তাই কলকাতার ভালো ডেভলপারদের বিশ্বের দরবারে তুলে আনাই আমাদের উদ্দেশ্য।" এ দিনের অংশগ্রহণকারী দমদম বাঙুরের বাসিন্দা আইটি ছাত্রী রুদ্রাক্ষী বন্দ্যোপাধ্যায়ের মতে, ডেভফেস্টে টেকনিক্যাল বিষয় সম্পর্কে বিশদে পাঠ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্যে ভালো অভিজ্ঞতা সঞ্চয় করা গিয়েছে। সকল পড়ুয়ার এই ধরনের ইভেন্টে অংশ নেওয়ার প্রয়োজনও রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুগল নেটওয়ার্কের উন্নতিসাধনে এ রাজ্যেও নিরলস কাজ করে চলেছে 'গুল ডেভলপার গ্রুপস' (জিডিজি) নামে একটি সংস্থা।
  • এই গ্রুপ স্থানীয়ভাবে মিটিং, হ্যাকাথন, ওয়ার্কশপ এবং টেক-টক, ডেভলপারদের নতুন স্কিল তৈরি, নেটওয়ার্কিং, কেরিয়ার তৈরি প্রভৃতির উন্নতিকরণ করে।
  • শীতের আমেজে রবিবার কলকাতার উপকণ্ঠে রাজারহাটের একটি বিলাসবহুল রিসর্টে গুগল ডেভলপার গ্রুপসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বার্ষিক সম্মেলন 'ডেভফেস্ট ২০২৫'।
Advertisement