অর্ণব আইচ: নিজাম প্যালেসে নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু। বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে সহকর্মীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃতের নাম মীর আজহার আলি। আদতে মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা ছিলেন তিনি। কলকাতার আর্মড পুলিশের গার্ড ছিলেন তিনি। নিজাম প্যালেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সূত্রের খবর, এদিন সকালে ১৯ তলায় বাথরুমে গিয়েছিলেন মীর আজহার। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও ফেরেননি তিনি। দীর্ঘক্ষণ পেরলে সন্দেহ হয় সহকর্মীদের। এর পর উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়।
[আরও পড়ুন: মিলল না করছাড়, নির্মলার অন্তর্বর্তী বাজেটে হতাশ মধ্যবিত্ত]
এর পর দরজা ভাঙতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার হন ওই নিরাপত্তারক্ষী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মীর আজহার আলির। ইতিমধ্যেই পুলিশের তরফে মৃতের পরিবারে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।