অর্ণব আইচ ও নিরুফা খাতুন: জিমের বাইরে পড়ে যুবকের দেহ। গুড়িয়ে গিয়েছে হাত-পা। বৃহস্পতিবার সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার নাকতলা এলাকায়। পরিবারের অভিযোগ, এটা হিট অ্যান্ড রানের কেস। গাড়ির ধাক্কায় ছেলের মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জিমে যাচ্ছেন বলে সকাল সোয়া সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ১৯ বছরের হর্ষ চৌধুরী। তার পর নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ পর সেই জিমের বাইরে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তরুণের মা গিয়ে দেখেন, জিমের বাইরে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে ছেলে। তাঁর হাত পায়ে একাধিক আঘাত। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হর্ষকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা আবার সরকারি হাসপাতালে পাঠায়। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
হর্ষের মায়ের দাবি, জিমের বাইরে ছেলের দেহ পড়েছিল। হাতে-পায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তবে কোনও রক্ত ছিল না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হর্ষের। ধাক্কা দিয়ে গাড়ি পালিয়ে যায়। তদন্তে নেমেছে পুলিশ।