shono
Advertisement
Calcutta High Court

SLST মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল হাই কোর্ট, কবে পরবর্তী শুনানি?

অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিল রাজ্য।
Published By: Suhrid DasPosted: 03:41 PM May 07, 2025Updated: 03:51 PM May 07, 2025

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে শারীরশিক্ষা-কর্মশিক্ষা মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখার কথাই বলা হল। আজ বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারপতি জানিয়ে দিলেন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। এদিন দুই বিভাগে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিল রাজ্য। আগামী ১৮ জুন ফের এই মামলা পরবর্তী শুনানি।

Advertisement

সুপার নিউমেরারি পদে নিয়োগে কার্যত বাধা নেই! অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফুরিয়েছে, এর আগে জানিয়ে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যদিও মামলাকারীদের দাবি, স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হোক। পালটা রাজ্যের দাবি ছিল, স্থগিতাদেশ তুলে নেওয়া হোক। সেই বিষয়ে শুনানিতে মঙ্গলবার আদালতের পর্যবেক্ষণ ছিল ২০১৬ সালে এসএসসির শারীরশিক্ষা-কর্মশিক্ষা সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল নেই। মঙ্গলবারের পর আজ বুধবার সেই মামলার ফের শুনানি ছিল।

২০১৬ সালে SLST-র মাধ‌্যমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও বিকাশরঞ্জন ভট্টাচার্যর মামলার কারণে নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ। ২০২২ সালে রাজ্য সরকারের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ নিয়ে এই মামলা। কিন্তু অভিযোগ, অনেক যোগ্য চাকরিপ্রার্থী সুপারিশপত্র পেয়ে গেলেও নিয়োগ পাননি। এর নেপথ্যে নাকি হাই কোর্টের স্থগিতাদেশ। এদিকে সুপ্রিম কোর্টে ২৬ বাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করেনি। সেই রায়কে হাতিয়ার করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আবেদন করেছিলেন, অন্তর্বতী স্থগিতাদেশ আর যাতে না দেওয়া হয়। এদিকে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের দাবি, ফের অন্তর্বতী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা হাই কোর্টে শারীরশিক্ষা-কর্মশিক্ষা মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখার কথাই বলা হল।
  • আজ বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি ছিল।
  • শুনানিতে বিচারপতি জানিয়ে দিলেন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।
Advertisement