shono
Advertisement
Calcutta HC

ধর্মীয় ভাবাবেগে আঘাতের প্রমাণই মেলেনি, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নচিকেতা

বিশ্ব হিন্দু পরিষদের তরফে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
Published By: Sucheta SenguptaPosted: 09:08 PM Sep 20, 2025Updated: 09:12 PM Sep 20, 2025

গোবিন্দ রায়: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও প্রমাণ মেলেনি। জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাই খারিজ করে দিল কলকাতা হাই কোর্টে। যার জেরে বড়সড় স্বস্তিতে নচিকেতা।  তাঁর বিরুদ্ধে ধর্মীয় আঘাতের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের তরফে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শনিবার বিচারপতি অজয়কুমার গুপ্ত নির্দেশে তা খারিজ হয়ে গেল। 

Advertisement

ঘটনা ঠিক কী? জানা গিয়েছে, একটি লাইভ শোতে ভগবান রামকে নিয়ে নামে তির্যক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে। তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার শামিল। এনিয়ে শ্যামপুকুর থানার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। বিষয়টি গড়ায় আদালত পর্যন্তও। কিন্তু সম্প্রতি তথ্যপ্রমাণের অভাবে সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি অজয় কুমার গুপ্ত জানিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও তার কোনও প্রমাণ মেলেনি, শুধুমাত্র সোশাল মিডিয়ার ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে কোনও তারিখ বা স্থানের কোনও উল্লেখ নেই।

পাশাপাশি, অভিযোগ অনুযায়ী গায়কের ওই মন্তব্যের প্রেক্ষিতে কোনও হিংসার ঘটনাও পুলিশি রিপোর্টে উল্লেখ নেই। অর্থাৎ উসকানি বলে প্রমাণ করা যাচ্ছে না। তাই এই অভিযোগ আদালত গ্রাহ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে না। আর এসব তথ্যপ্রমাণের অভাবেই গায়কের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে হাই কোর্ট। এই রায়ে নিঃসন্দেহে স্বস্তিতে নচিকেতা চক্রবর্তী। অনুরাগীদের একাংশের মত, গায়ককে কালিমালিপ্ত করতে এহেন পদক্ষেপ বিশ্ব হিন্দু পরিষদের। কারও কারও মত, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু আদালত তাদের উপযুক্ত জবাব দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নচিকেতার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা।
  • উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে মামলা খারিজ হাই কোর্টে, স্বস্তিতে গায়ক।
Advertisement