shono
Advertisement

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সরকারি পোর্টাল অচল! বিরক্ত কলকাতা হাই কোর্ট

চুক্তিভিত্তিক কর্মী নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি।
Posted: 09:05 PM Dec 11, 2023Updated: 09:05 PM Dec 11, 2023

গোবিন্দ রায়: বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য (UDID card) সরকারি পোর্টালের অচল অবস্থায় বিরক্ত কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। রাজ্যের সবক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় কাজে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে বলে মত প্রধান বিচারপতির। আদালতের প্রশ্ন, “এরাজ্যে কেন আলাদা পোর্টাল? যদি সেটা হয়েও থাকে কেন্দ্রীয় পোর্টাল থেকে কেন তথ্য নেওয়া হচ্ছে না?” এই ধরনের মানুষের জন্য এটা হয়রানি বলেই মনে করছেন প্রধান বিচারপতি।

Advertisement

বিশেষভাবে সক্ষম মানুষের সুবিধার্থে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার UDID Card (Unic Disability Identity Card)-এর ব্যবস্থা করে। অভিযোগ, রাজ্যবাসী সেই কার্ড চাইলে রাজ্য আলাদা করে ICON পোর্টাল খোলে। অভিযোগ যখনই সেখানে নাম নথিবদ্ধ করতে চাইছেন প্রার্থীরা তাঁদের নাম নথিবদ্ধ বলে দেখানো হচ্ছে। ফলে কেউ কার্ড পাচ্ছেন না। এই অভিযোগ তুলে পরিবার আদালতে মামলা করে।

[আরও পড়ুন: ‘ভারত হিন্দু ফ্যাসিস্ট’! অরুন্ধতীর বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে]

প্রধান বিচারপতির৷ মন্তব্য, “কেউ কাজ করতে চায় না। এ ওঁকে দেখাচ্ছে, ও তাঁকে দেখাচ্ছে। একজন চিকিৎসক সব কাজ করবেন এটা আশা করা যায় না। হাসপাতালে ৮০% কর্মী চুক্তিভিত্তিক। ১২-১৩ হাজার টাকা করে পায়। কী কাজ আশা করবেন তাঁদের কাছ থেকে?” তাঁর আরও সংযোজন, “আরেকবার আদালতে রাজ্য বলুক ই-পোর্টাল এ রাজ্য শীর্ষে, আমি বুঝিয়ে দেব।”

এদিন রাজ্যকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “আপনাদের কতজন কর্মী চুক্তিভিত্তিক?” রাজ্যের আইনজীবী জানান সঠিক উত্তর তাঁদের জানা নেই। এর পরই প্রধান বিচারপতির আক্ষেপ, “আপনার জানা উচিৎ। মানুষ দূর থেকে আসেন। কত টাকা খরচ করে তাঁরা কলকাতায় থাকেন! সব জায়গায় চুক্তিভিত্তিক কর্মী বেশি। খুব খারাপ লাগে ই-পোর্টাল না খুললে। এই সমস্যা ঠিক করে নেওয়া সম্ভব।” কিন্তু ‘এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে’ বলে মত প্রধান বিচারপতির।

[আরও পড়ুন: SLST Protest: জট কাটিয়ে কবে নিয়োগ? SLST আন্দোলনকারী-শিক্ষামন্ত্রী বৈঠকে মিলল ইঙ্গিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement