shono
Advertisement

Breaking News

হাজিরা না দিলেই কড়া ব্যবস্থা, দাড়িভিট কাণ্ডে আরও কড়া কলকাতা হাই কোর্ট

Published By: Sayani SenPosted: 03:10 PM Apr 12, 2024Updated: 03:44 PM Apr 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননা মামলায় আরও কড়া কলকাতা হাই কোর্ট। এবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডিকে আদালতে হাজিরার নির্দেশ। সোমবার তাঁদের হাজিরা দিতে হবে বলে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। হাজিরা না দিলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলেও হুঁশিয়ারি হাই কোর্টের। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, নির্দেশ পাওয়ার পরেও রাজ্যের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তা দেখে হতবাক বিচারপতি। কেন হাই কোর্টের নির্দেশ মানা হল না, তা জানতে চান মান্থা। সে কারণেই তাঁদের সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

Advertisement

ঘটনা বছর ছয় আগের। ২০১৮ সালের উত্তর দিনাজপুরের দাড়িভিট (Darivit) বিদ্যালয়ে বাংলা শিক্ষক নিয়োগের জটিলতা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অভিযোগ, অশান্তি থামাতে গুলি চালায় পুলিশ। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধের মাঝে পড়ে প্রাণ হারায় দুই ছাত্র – রাজেশ সরকার, তাপস বর্মন। তা নিয়ে সেসময় রাজ্য রাজনীতির জল গড়িয়েছিল বহুদূর। বাংলার বদলে ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগ নিয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি। বলা হচ্ছিল, বাংলা ভাষার অমর্যাদা করা হচ্ছে। রাজেশ সরকার, তাপস বর্মনকে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে, এই উপমাও দেওয়া হয়েছিল। সেই ঘটনায় তদন্ত চলছে এখনও।

[আরও পড়ুন: নতুন বছরে চড়চড়িয়ে বাড়বে গরম, পয়লা বৈশাখের আনন্দ মাটি করবে বৃষ্টি?]

তবে সিআইডি তদন্ত সঠিক পথে এগোয়নি বলে আগেই পর্যবেক্ষণে জানিয়েছিল হাই কোর্ট। ঘটনার ৫ দিনের মাথায় তদন্তভার হাতে নেয় সিাইডি। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, কোনও শক্তিশালী অস্ত্র থেকে গুলি ছোড়া হয়। তাতেই প্রাণ গিয়েছিল দুই ছাত্রর। অথচ কোন আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল তা শনাক্ত করতে পারেনি সিআইডি। এদিকে, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছিল স্থানীয় বাসিন্দার। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।

দাড়িভিট কাণ্ডে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত মাসে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও দাড়িভিট কাণ্ডে গত ১০ মাসেও NIA তদন্ত শুরু না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিআইজি-সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চায় রাজ্য সরকার। তার পরই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয় রাজ্যের তরফে। ডিভিশন বেঞ্চেও বহাল এনআইএ তদন্তের নির্দেশ।

[আরও পড়ুন: ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে আকর্ষণীয় ফিচার আনছে WhatsApp! জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement