shono
Advertisement

সংক্রমণ রোখার চেষ্টা, বুধবার থেকে বন্ধ কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সব আদালত

এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে সবরকম চেষ্টা করা হচ্ছে। The post সংক্রমণ রোখার চেষ্টা, বুধবার থেকে বন্ধ কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সব আদালত appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Mar 24, 2020Updated: 08:55 PM Mar 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (corona) সংক্রমণের আশঙ্কায় প্রায় গোটা দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের লকডাউনের সময়সীমা ২৭ তারিখ থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নেওয়া হল কলকাতা হাই কোর্টের তরফেও। মঙ্গলবার নোটিস জারি করে জানানো হল, আগামিকাল ২৫ তারিখ বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সব আদালত। শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য দুদিন আগামী পয়লা ও আট এপ্রিল কলকাতা হাই কোর্টের কয়েকজন বিচারপতির এজলাসে কাজ হবে।

Advertisement

মঙ্গলবার দুপুরে কলকাতা হাই কোর্টের তরফে রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তাতে উল্লেখ করা হয়েছে, দেশ ও গোটা রাজ্যের এই সংকটজনক পরিস্থিতিতে আগামিকাল বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত আদালতের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণন। এর ফলে ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালত। আন্দামান ও জলপাইগুড়ির সার্কিট বেঞ্চও বন্ধ থাকছে।

[আরও পড়ুন: ‘আমাদের হাতে প্রস্তুতির অনেক সময় ছিল’, ফের করোনা নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের ]

ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শুধু অত্যন্ত জরুরি কিছু মামলার শুনানির জন্য পয়লা ও আট এপ্রিল কলকাতা হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ ও দুটি সিঙ্গেল বেঞ্চ খোলা থাকবে। ডিভিশন বেঞ্চে শুনানি শুনবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী। এছাড়া খোলা থাকবে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি আইপি মুখোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ। আর নিম্ন আদালতগুলিতে জরুরি মামলা শোনার জন্য জেলার বিচারক ও পুলিশ কোর্টের ম্যাজিস্ট্রেটদের রোটেশন পদ্ধতিতে কাজ চালাতে বলা হয়েছে।

[আরও পড়ুন: বিশ্বের সর্ববৃহৎ ‘লকডাউন’ ভারতে! ৩ শতাংশে নামতে পারে GDP বৃদ্ধির হার]

The post সংক্রমণ রোখার চেষ্টা, বুধবার থেকে বন্ধ কলকাতা হাই কোর্ট-সহ রাজ্যের সব আদালত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement