shono
Advertisement

Breaking News

আদালত অবমাননা করেছেন শুভেন্দু! কড়া ব্যবস্থার দাবি কলকাতা হাই কোর্টের আইনজীবীদের

'বিজেপিই আদালত চালায়, বোঝাতে চাইছেন শুভেন্দু', দাবি আইনজীবীদের।
Posted: 03:27 PM Jul 25, 2022Updated: 03:36 PM Jul 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালত অবমাননা (Contempt of Court) করেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই অভিযোগ তুলল কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশ। তাদের অভিযোগ, বিজেপিকে ভয় পেয়ে হাই কোর্ট বিজেপিকে ২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করার অনুমতি দিয়েছিল বলে দাবি করেছিলেন শুভেন্দু। এধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করে। তাই বিরোধী দলনেতার এহেন মন্তব্যের বিরুদ্ধে একজোট হয়ে ব্যবস্থা নেওয়ার ডাক দিয়ে বার অ্য়াসোসিয়েশনের সেক্রেটারিকে চিঠি দিলেন আইনজীবীরা। বিজেপি বিধায়কের স্পর্ধা দেখে তাঁরা হতভম্ব বলে উল্লেখ করেছেন চিঠিতে।

Advertisement

সোমবার বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে দেওয়া চিঠিতে শুভেন্দুর সাংবাদিক সম্মেলনের একাংশ তুলে ধরেছেন আইনজীবীরা। যেখানে বিজেপি বিধায়ক বলেছিলেন, “বিজেপি বিশ্বের সর্ববৃহৎ পার্টি। ১৮টা রাজ্য চালায়, দেশ চালায়। তাই বিজেপির সভার অনুমতি মহামান্য উচ্চ আদালত দিল না, সেই ঝুঁকিটা উচ্চ আদালত নেয়নি। অশ্বত্থামা হত ইতি গজ।” শুভেন্দুর এহেন মন্তব্য নিয়ে তীব্র আপত্তি আইনজীবীদের। তাঁদের অভিযোগ, “নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আদালতের গরিমা নষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু। তিনি এসব বলে জনমানসের মধ্যে একটা ধারণা তৈরি করতে চাইছেন যে আদালত বিজেপির প্রতি সংবেদনশীল। তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপি দেশ চালায়, সর্ববৃহৎ দল বলে আদালত বিজেপিকে ভয় পায়, তাদের বিরুদ্ধে রায় দেওয়ার ঝুঁকি নেয় না। বোঝাতে চেয়েছেন বিজেপিই আদালত চালায়।”

[আরও পড়ুন: শিব সেনার প্রতীক নিয়ে টানাপোড়েন, স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদ্ধব]

শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য উচ্চ আদালতের ভাবমূর্তি কলঙ্কিত করছে বলে মনে করছেন কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। তাঁদের দাবি, আদালত অবমাননা, ভাবমূর্তি নষ্ট করার এই চেষ্টাকে গোড়াতেই নষ্ট করা উচিত। তাই দ্রুত একজোট হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। এই দাবিতেই এদিন বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে চিঠি দিলেন তাঁরা।

রইল সেই চিঠি:

Letter to Secretary, Bar Association

২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করতে চেয়েছিল বিজেপি। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। আদালত শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেও সভা করার সিদ্ধান্ত থেকে সরে আসেন শুভেন্দুরা। 

[আরও পড়ুন: বুকে ব্যথা, ভুবনেশ্বর নেমে ইশারায় বোঝালেন পার্থ, এইমসে ঢোকার পথে বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement