নিরুফা খাতুন: বছরের শেষ রবিবার। দুপুরের দিকে যুগল আসেন কলকাতার (Kolkata) বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকার গেস্ট হাউসে। ঘর ভাড়া নেন। তার কিছুক্ষণের মধ্যেই ধুন্ধুমার কাণ্ড। ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীকে। প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন যুবক। কী কারণে প্রেমিকাকে নির্যাতন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গিয়েছে, ওই তরুণী উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ৩৮ বছর বয়সি তিনি। বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজ নামে যুবকের সঙ্গে গেস্ট হাউসে ওঠেন তরুণী। প্রদীপ চেন্নাইয়ের বাসিন্দা। দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। অভিযোগ, গেস্ট হাউসের বন্ধ ঘরে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে প্রদীপ। তরুণীর কাঁধ, হাত-সহ একাধিক জায়গায় রয়েছে ক্ষতচিহ্ন। প্রেমিকাকে আঘাতের পর গেস্ট হাউস ছেড়ে চলে যায় প্রদীপ।
গোঙানির শব্দ শুনে গেস্ট হাউস কর্মীরা ওই ঘরে যান। খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে
এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, মোট ৭টি সেলাই পড়েছে তরুণীর। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রেমিক প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, প্রদীপের কাছে বেশ কিছু নথিপত্র ছিল তরুণীর। তা দেওয়া নেওয়া নিয়ে অশান্তির মাঝে প্রেমিকাকে সম্ভবত খুনের চেষ্টা করে বলেই অভিযোগ। প্রদীপকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জেরায় নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের। সুস্থ হয়ে ওঠার পর তরুণীর সঙ্গে কথা বলবে পুলিশ।
