shono
Advertisement

দমকলে নিয়োগে ‘দুর্নীতি’, তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে হাই কোর্টে মামলা

বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দেন।
Posted: 12:40 PM Mar 27, 2023Updated: 01:03 PM Mar 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। জেলাপরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা সাংবাদিক বৈঠক করে দাবি করে, স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন তাপস সাহা। এমনকী দমকলে নিয়োগের ক্ষেত্রেও তাপসবাবু জালিয়াতি করেছেন বলেই অভিযোগ। ওই অডিও ক্লিপিং টুইট করেন বিজেপি নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারি।

[আরও পড়ুন: বাবা হতে তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলায় শিশু খুন নিয়ে বিস্ফোরক দাবি ধৃতের]

সোমবার আইনজীবী রাজাশেখর মান্থার দ্বারস্থ হন অরুণজ্যোতি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চান। বিজেপি নেতা তথা আইনজীবীর আবেদনে সাড়া দেন বিচারপতি। মামলা দায়েরের আবেদন জানান আবেদনে অনুমতি দেন তিনি। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। যদিও বারবারই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

[আরও পড়ুন: ‘জরাজীর্ণ রাস্তার জন্য ছেলেদের বিয়ে হচ্ছে না’, ‘দিদির দূত’কে কাছে পেয়েই নালিশ গ্রামবাসীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement