shono
Advertisement
Primary recruitment scam

নিয়োগ মামলায় CBI-এর চার্জশিটে এবার কালীঘাটের কাকু, নাম জড়াল বিজেপি নেতার

শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Published By: Subhankar PatraPosted: 11:59 AM Feb 21, 2025Updated: 02:44 PM Feb 21, 2025

অর্ণব আইচ: শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। চার্জশিট নাম রয়েছে বিজেপি নেতা অরুণ হাজরার। এছাড়াও চার্জশিট দেওয়া হয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

Advertisement

এই মামলায় কালীঘাটের কাকু ও শান্তনুর নাম বারবার উঠে এলেও অরুণের নাম প্রথমবার সামনে এসেছে। কে এই অরুণ হাজরা? তিনি উত্তর কলকাতার বিজেপি নেতা বলে পরিচিত। আগে কংগ্রেস করলেও, কিছুদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পর তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি নেতা বলেই পরিচিত। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি কোনও বিজেপি নেতার নাম জড়াল। এই বিষয়ে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বহু পুরনো নেতা। সিনিয়র মানুষ। তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি করেন এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে চার্জশিটে নাম থাকা অরুণ হাজরা এই অরুণ হাজরা কি না, বলতে পারব না। যদি তাই হয় নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানো নিয়ে বিজেপি উত্তর দেবে।"  

এদিকে কালীঘাটের কাকুকে এই মামলায় প্রথমে গ্রেপ্তার করে ইডি। জেলে ছিলেন তিনি। তারপর একই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। আদালতে তদন্তকারী সংস্থা জানায় তারা কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। তবে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা ভালো না থাকায় প্রক্রিয়া বারবার বাধাপ্রাপ্ত হয়। দীর্ঘ টানাপোড়নের পর সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের  নমুনা নেয় তারা। তারপরই ইডির মামলায় আগেই জামিন পাওয়া সুজয়কৃষ্ণ শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় অন্তর্বতী জামিন পান। তিনি বর্তমানে অন্তবর্তী জামিনে থাকলেও স্বস্তি  পেলেন না। চার্জশিটে তাঁর নাম থাকায় কালীঘাটের কাকু যে তদন্তকারীদের রাডারে রয়েছেন তা কার্যত স্পষ্ট।

এদিকে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই। এই মামলায় শান্তনুকেও প্রথমে গ্রেপ্তার করে ইডি। পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। তদন্তে নেমে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অন্যতম অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়ের একটি অডিও পায় সিবিআইয়ের আধিকারিকরা। তাঁদের কণ্ঠস্বরেরও নমুনা নেওয়া হয়। সন্তুর বিরুদ্ধে আগেই চার্জশিট দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই।
  • অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর।
  • এছাড়াও রয়েছে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অরুণ হাজরা নামে এক বিজেপি নেতার।
Advertisement