shono
Advertisement

Madan Mitra: ফিরহাদের পর মদন মিত্রের বাড়িতেও CBI হানা

মদন মিত্রের বাড়িও ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
Posted: 10:00 AM Oct 08, 2023Updated: 01:15 PM Oct 08, 2023

অর্ণব আইচ: ফিরহাদ হাকিমের পর এবার মদন মিত্রের বাড়িতেও সিবিআই হানা। রবিবার সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ তাঁর ভবানীপুরের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কামারহাটির তৃণমূল বিধায়কের ভবানীপুরের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বেশ কিছুক্ষণ পর দক্ষিণেশ্বরের ফ্ল্যাটেও 

Advertisement

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে গত বৃহস্পতিবার থেকে ফের কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে একটানা প্রায় ১৯ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। তার ঠিক তিনদিনের মাথায় রবিবার সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে প্রথমে হানা দেয় সিবিআই। তার ঠিক কিছুক্ষণের মধ্যে সিবিআইয়ের আরেকটি দল পৌঁছয় মদন মিত্রের বাড়িতে। মুহূর্তের মধ্যে কামারহাটির তৃণমূল বিধায়কের ভবানীপুরের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় জোর তল্লাশি।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]

শুধু কলকাতাই নয়। শহরতলিতেও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই। কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়, হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায় এবং কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের অসীম সাহা এবং টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিংয়ের বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চলছে তল্লাশি।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলে ইডি, সিবিআই। তার ভিত্তিতেই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুর-দুর্নীতিরও তদন্ত হওয়া উচিত এবং তা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর পুরসভায় দুর্নীতির তদন্তভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী তদন্ত শুরু হয়।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘আমি ডাইনি, জেলে নাগিন ডান্স করেছি!’, বিস্ফোরক সুশান্ত-প্রেমিকা রিয়া চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement