অর্ণব আইচ ও বিধান নস্কর: আর জি কর কাণ্ডে হাসপাতালের নার্সদের জিজ্ঞাসাবাদের পর, নিরাপত্তারক্ষীদের তলব। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন এমার্জেন্সি বিল্ডিংয়ের আট নিরাপত্তারক্ষী। সিবিআই সূত্রে খবর ৮ আগস্ট রাতের কী হয়েছিল? তাঁরা ঘটনার সম্পর্কে কী জানেন সেই সম্পর্কে তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আবার নতুন করে নার্স ও নিরাপত্তারক্ষীদের তলবের পর প্রশ্ন উঠছে তাহলে কি সিবিআই নতুন কোনও ক্লু পেয়েছে? অতিরিক্ত চার্জশিটে কি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের নাম থাকবে? নাকি ফাইনাল রিপোর্ট পেশ করবে তদন্তকারী সংস্থা। এর মধ্যে সোমবার হাই কোর্টে নির্যাতিতার বাবা-মায়ের দায়ের করা মামলার শুনানি রয়েছে। আদালতে নতুন তথ্য পেশের জন্য কি এই তৎপরতা? উঠছে সেই প্রশ্নও।
গত বছর ৯ আগস্ট আর জি কর কাণ্ড (RG Kar Case) সামনে আসার পর কলকাতা পুলিশ তদন্তে নেমে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কার্যত কলকাতা পুলিশের তদন্তকেই সিলমোহর দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেপ্তার করে চার্জশিট দিতে পারেনি তারা। খুন ও ধর্ষণকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎকে গ্রেপ্তার করা হয় ঠিকই, কিন্তু জামিনে মুক্তি পায় তাঁরা। সেই সময় প্রশ্ন ওঠে কেন চার্জশিট পেশ করতে পারল না সিবিআই।
এদিকে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড পর থেকেই নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা দাবি করতে থাকেন, নতুন করে তদন্ত শুর করা হোক। শীর্ষ আদালত, হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। সোমবার শুনানি। তার আগে সিবিআইয়ের তৎপরতা। এখন হাই কোর্ট এই মামলায় কি পর্যবেক্ষণ করে বা নতুন কোনও নির্দেশ দেয় কি না তাই দেখার।