বিধান নস্কর, বিধাননগর: আর জি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলায় এবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হাসপাতালের চার নার্স। বৃহস্পতিবার সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে তাঁদের তলব করা হয়। হাজিরা দেন চারজনই। গত বছর ৯ আগস্টের রাতে কী হয়ে হয়েছিল, তাঁরা কী কী জানেন? তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। তবে হাজিরা দিয়ে বেরনোর পর সংবাদমাধ্যমের কাছে চারজনের কেউই মুখ খুলতে চাননি। তাহলে কি সোমবার হাই কোর্টের শুনানির আগে তদন্তে গতি আনল সিবিআই?

আর জি কর কাণ্ডের ৮ মাস পেরিয়ে গিয়েছে। দোষী সাব্যস্তের পর আমৃত্যু কারাদণ্ড হয়েছে, কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। কিন্তু তদন্ত এখনও চলছে। এদিকে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলা, হাই কোর্টে নিয়ে আসা নিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন নির্যাতিতার বাবা-মা। শীর্ষ আদালত হাই কোর্টে সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানি হবে হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এসলাজে। তার আগে চার নার্সকে সিবিআইয়ের তলব, যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এর আগে কলকাতা পুলিশের ১১ জন আধিকারিককে তলব করে সিবিআই। ঘটনার দিন টালা থানা ও আর জি কর হাসপাতালের ফাঁড়িতে এই ১১ জনই ডিউটিতে ছিলেন বলে খবর। শিয়ালদহ আদালতে অতিরিক্ত চার্জশিট পেশের আগে হাসপাতালের নার্স, টালা থানা ও আর জি কর ফাঁড়িতে সেদিন ডিউটিরত পুলিশকর্মীদের তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিবিআইয়ের পক্ষে এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে শিয়ালদহ আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করা হতে পারে।
অন্যদিকে, খুন ও ধর্ষণ মামলায় জামিন পাওয়া আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নাম অতিরিক্ত চার্জশিটে রাখা যেতে পারে কি না, সেই ব্যাপারেও আলোচনা চলছে বলে সিবিআই সূত্রে খবর।