shono
Advertisement

Breaking News

তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বেলেঘাটা, কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, চলল ‘গুলি’

গ্রেপ্তার বেশ কয়েকজন।
Posted: 07:25 PM Apr 30, 2023Updated: 07:25 PM Apr 30, 2023

নিরুফা খাতুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটা (Beleghata)। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

Advertisement

কী নিয়ে এই অশান্তি? তৃণমূল কর্মী রাজু নস্করের অভিযোগ, রবিবার সকালে একদল দুষ্কৃতী গিয়ে তাঁর অফিসে ভাঙচুর চালায়। দলীয় কর্মীদের মারধর করা হয়। এখানেই শেষ নয়, গাড়িও ভাঙচুর করে। তাঁর অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলরের বাবা তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে। পালটা অলোক দাস রাজুর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।

[আরও পড়ুন: রেড কার্পেট পেতে অপেক্ষায় ‘বিদ্রোহী’ বিধায়ক করিম চৌধুরী, গেলেনই না অভিষেক বন্দ্যোপাধ্যায়!]

অভিযোগ, তাঁর অফিসের পাশে শনিবার রাতে ভাঙচুর করা হয়। রাজুর লোকজনই ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে এদিন সকালে কয়েকজন রাজুর অফিসে যান। তাঁর অনুগামীদের লক্ষ‌্য করে রাজুর অফিসের ভিতর থেকে গুলি চালানো হয়। পিন্টু দাস নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। যদিও এই পুলিশ সূত্রে খবর, বেলেঘাটায় দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছে। তবে কোনও গুলি চলেনি। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: টাকা হাতাতেই বীরভূমের চিকিৎসককে খুন! পুলিশের জালে ৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement