shono
Advertisement
CM Mamata Banerjee

মমতার অনুপস্থিতিতে নবান্নের রাশ কার হাতে? বিলেত সফরের আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: আগামী ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 02:22 PM Mar 20, 2025Updated: 03:42 PM Mar 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে সাতদিনের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। লন্ডনের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন তিনি। এছাড়া সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। সফরসঙ্গী মুখ্যসচিব মনোজ পন্থও। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সফর সম্পর্কে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুপস্থিতিতে কীভাবে চলবে প্রশাসনিক কাজকর্ম? নবান্নের রাশ কাদের হাতে থাকবে? জানালেন তাও। রাজ্যের ৫ মন্ত্রীকে নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের নেতৃত্বে পুলিশকর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও। এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যমন্ত্রীর কথায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম - এই পাঁচজনকে নিয়ে টাস্ক ফোর্স তৈরি করা হল। এছাড়া দুই পুলিশকর্তা রাজীব কুমার ও মনোজ বর্মা আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরে রাখবেন। জেলাগুলির দায়িত্বও তাঁদের উপর। সেইসঙ্গে তিন আমলা - নন্দিনী চক্রবর্তী (স্বরাষ্ট্রসচিব), প্রভাত মিশ্র ও বিবেক কুমারকেও বাড়তি দায়িত্ব দিলেন। বারবার মনে করিয়ে দিলেন, তিনি লন্ডন সফরে থাকাকালীন রাজ্যের সমস্ত কোনায় কোনায় যাতে সকলে নিরাপদে, শান্তিতে থাকতে পারেন, তা ভালোভাবে নজরে রাখতে হবে। যদিও মুখ্যমন্ত্রী একাধিকবার জানালেন, ফোনে তাঁকে সবসময়ে পাওয়া যাবে। যে কোনও সময়ে যোগাযোগ করা যাবে। কোনও পরামর্শ দরকার হলে লন্ডনে বসেই জানাবেন মুখ্যমন্ত্রী। পাঁচ সদস্যের টাস্ক ফোর্সের সঙ্গে সবসময় তিনি যোগাযোগ রাখবেন, খোঁজখবর নেবেন।

আগামী ২২ তারিখ লন্ডনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২৪ মার্চ থেকে সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন, ''২৪ তারিখ সেখানকার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান, ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন, ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া, ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরব। খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী, ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে। তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি। এটা সরকারের ব্যাপার।'' তাঁর আরও বক্তব্য, ''সামনে ইদ, বাসন্তী পুজো আছে। সেসময় আমি এখানেই থাকতে চাই। তাই ওখানের সব কাজ সেরেই ফিরে আসব।'' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিলেত সফরে যাওয়ার আগে নবান্নের রাশ কার হাতে? ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী।
  • রাজ্যের ৫ মন্ত্রীকে নিয়ে তৈরি করলেন টাস্ক ফোর্স, বাড়তি দায়িত্ব দিলেন পুলিশকর্তাদের।
Advertisement