shono
Advertisement
Mamata Banerjee

ভোটার তালিকায় মৃতরাও! 'কারচুপি' নিয়ে বিএলও-দের ধমক মুখ্যমন্ত্রীর

এই 'কাণ্ডে' যাদের নাম উঠে আসছে সেই সমস্ত বিএলআরও-দের নামের তালিকা চাইলেন তিনি। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। ভোটার তালিকার সঙ্গে ভোটে কারচুপির সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
Published By: Paramita PaulPosted: 07:01 PM Dec 09, 2024Updated: 07:06 PM Dec 09, 2024

নব্যেন্দু হাজরা: ভোটার তালিকায় মৃতরাও! বাদ যাচ্ছে না রাজ্য় থেকে পাততাড়ি গুটিয়ে চলে যাওয়া শ্রমিকরাও। বুথ লেভেল অফিসার বা বিএলও-দের গাফিলতিতেই এই ঘটনা ঘটছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 'কাণ্ডে' যাদের নাম উঠে আসছে সেই সমস্ত বিএলআরও-দের নামের তালিকা চাইলেন তিনি। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।

Advertisement

সোমবার মন্ত্রী, সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। 'জল চুরি' নিয়ে আলোচনার মাঝেই ভোটার তালিকায় নাম বাতিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মমতার অভিযোগ, "আমার কাছে খবর রয়েছে, স্থানীয়রা বলার পরও বহু এলাকায় বিএলও-রা ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম রেখে দিয়েছেন। অনেকে বহুদিন এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। তাঁদেরও নাম রেখে দেওয়া হয়েছে।" এর পরই তাঁর প্রশ্ন, "কাদের স্বার্থে এটা করেছেন বিএলও-রা?" উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তোলা, সংশোধনের কাজের দায়িত্বে থাকেন এই বিএলও-রাই।

এই ইস্যুতে জেলাশাসকদেরও কার্যত ধমক দেন মুখ্যমন্ত্রী। বলেন, "কিছু বিএলওর বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের কাছে। এগুলো ডিএমরা লক্ষ্য রাখবেন না কেন? ভোটার লিস্ট নিয়ে যদি কোনও কমপ্লেন আসে তার জন্য আমি কিন্তু ডিএমদের ছাড়ব না।" এমনকী, ভোটার তালিকা তৈরি নিয়ে কিছু বিএলও নিজের দায়িত্ব পালন করছেন না বলেও অভিযোগ করেছেন তিনি। মমতা বলেন,"ভোটার তালিকার মতো সিরিয়াস কাজের ডিউটিতে শেষ দিনেও অনেক বিএলও নিজের ডিউটি পালন করেননি। কারা কারা ছিলেন না, কেন ছিলেন না এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমার চাই। দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিন।"

ভোটার তালিকার সঙ্গে ভোটে কারচুপির সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, "আগের দিন ২৫ শতাংশ, পরের দিন দেখাল ৪০ শতাংশ। এভাবেই কারচুপি হয়। ভোটার লিস্টটাই মূল। আপনারা (ডিএমরা) এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাদ যাচ্ছে না রাজ্য় থেকে পাততাড়ি গুটিয়ে চলে যাওয়া শ্রমিকরাও।
  • বুথ লেভেল অফিসার বা বিএলও-দের গাফিলতিতেই এই ঘটনা ঘটছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • 'কাণ্ডে' যাদের নাম উঠে আসছে সেই সমস্ত বিএলআরও-দের নামের তালিকা চাইলেন তিনি।
Advertisement