shono
Advertisement

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, আগামী মাসেই এই বিজয়া সম্মিলনী হবে।
Posted: 11:48 AM Oct 26, 2023Updated: 11:53 AM Oct 26, 2023

কিংশুক প্রামাণিক: উৎসবের মরশুম কাটলেই রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। এবছর একটু আগেভাগেই এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে রাজ্য সরকার। নভেম্বরের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হবে নিউটাউনের (New Town) কনভেনশন সেন্টারে। সূত্রের খবর, তার আগে শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনী করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তেমনই পরিকল্পনার খবর মিলছে নবান্ন সূত্রে। তবে দিনক্ষণ, স্থান এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর।

Advertisement

প্রতি বছরই পুজোর পর সকলকে নিয়ে বিজয়া সম্মিলনী করেন মুখ্যমন্ত্রী। সাধারণত তা হয়ে থাকে নিউটাউনের ইকো পার্কে (Eco Park)। তবে এবার সেই স্থান বদলাতে পারে বলে খবর। ইকো পার্কের বদলে তা হতে পারে আলিপুর জেল মিউজিয়ামে। তবে এবারের বিজয়া সম্মিলনী শুধুমাত্র মন্ত্রী-বিধায়কদের নিয়েই নয়। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা, এবছর শিল্পপতিদের জন্যই হোক বিজয়া সম্মিলনী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিজয়া সম্মেলনে তাঁদের সঙ্গে একপ্রস্ত জনসংযোগ করে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে নবান্নের তরফে।

[আরও পড়ুন: পুজোর কার্নিভ্যালের দিন বন্ধ শহরের কোন কোন রাস্তা, কোথায় হবে নিয়ন্ত্রণ? জানিয়ে দিল পুলিশ]

রাজ্যে একাধিক দেশি-বিদেশি লগ্নি টানতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়। এবছর সেই উদ্দেশ্যেই স্পেন ও দুবাইতে শিল্প সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লা লিগা থেকে শুরু করে স্পেনের (Spain) একাধিক সংস্থার সঙ্গে বাংলার সাংস্কৃতিক-বাণিজ্যিক আদানপ্রদানে চুক্তি হয়েছে। দুবাইয়ের (Dubai) বিখ্যাত লুলু গ্রুপের সঙ্গেও শিল্প স্থাপন ও কর্মসংস্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদেশের সমস্ত শিল্পপতিকেই মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আহ্বান জানিয়ে এসেছেন।

[আরও পড়ুন: একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! চোখ ধাঁধানো প্ল্যান আমিরের, জানেন কী কী হচ্ছে?]

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলার একাধিক শিল্পপতি রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল করেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে অভিজ্ঞতা অর্জনের বার্তা দেন। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে বিদেশি লগ্নি, বিদেশি অতিথি সংক্রান্ত যাবতীয় আলোচনা ওই বিজয়া সম্মিলনীতে হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই উদ্দেশেই এবার শিল্পপতিদের নিয়ে বিজয়ী সম্মিলনীর আয়োজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement