shono
Advertisement

Commercial LPG Cylinder: পরপর তিন মাস কমল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় কত টাকায় মিলবে সিলিন্ডার?

স্বস্তিতে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়ীরা।
Posted: 10:19 AM Aug 01, 2022Updated: 10:38 AM Aug 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই স্বস্তি। ফের কমল বাণিজ্যিক সিলিন্ডারের Commercial LPG Cylinder) দাম। একধাক্কায় ৩৬ টাকা ৫০ পয়সা কমল দাম। এই নিয়ে পরপর তিন মাস দাম কমল সিলিন্ডারের। তার ফলে স্বস্তিতে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীরা।

Advertisement

কলকাতায় (Kolkata) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে আগে ব্যবসায়ীর খরচ পড়ত ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা। তবে মাস পয়লায় সিলিন্ডারের দাম কমায় এবার খরচ কমে দাঁড়াল ১ হাজার ৯৭৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম ১ হাজার ৯৩৬ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে ২ হাজার ১৪১ টাকা। তবে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।

[আরও পড়ুন: ফের পার্থ-অর্পিতার যখের ধনের হদিশ, ফ্রিজ অ্যাকাউন্টে পড়ে কোটি কোটি টাকা!]

এর আগে গত জুলাই মাসের শুরুতেও বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটা কমানো হয়েছিল। জুলাইয়ের শুরুতে একধাক্কায় ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। তার আগে জুনেও কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেবার সিলিন্ডার প্রতি দাম কমেছিল ১৩৫ টাকা করে। আগস্টের শুরুতেও কমল দাম। এই নিয়ে পরপর তিনমাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। এর পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম চলতি মাসে অপরিবর্তিত। ফলে গৃহস্থের হেঁসেলে এখনই কোনও স্বস্তির খবর নেই।

প্রসঙ্গত, এর আগে মে মাসের শেষের দিকে একধাক্কায় পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দামও অনেকটা কমায় কেন্দ্র। পেট্রলে বড় হারে শুল্ক কমায় লিটার প্রতি দাম কমে সাড়ে আট টাকা। একইভাবে ডিজেলের দামও লিটার প্রতি কমে ৭ টাকা। সেই সঙ্গে উজ্বলা যোজনার আওতায় থাকা ঘরোয়া LPG সিলিন্ডারেও ২০০ টাকা করে ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে বেশ ব্যাকফুটে ছিল মোদি (Narendra Modi) সরকার। তাই একপ্রকার বাধ্য হয়েই জ্বালানির দাম কমাচ্ছে কেন্দ্র।

[আরও পড়ুন: ‘পদক তো জিতলে, এবার সিনেমা দেখো’, অচিন্ত্যকে শুভেচ্ছাবার্তায় বললেন প্রধানমন্ত্রী মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement