shono
Advertisement

Breaking News

Amader Para Amader Samadhan

'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরে পাওয়া যাবে কোন পরিষেবা? তালিকা প্রকাশ নবান্নের

রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে প্রশাসন।
Published By: Sayani SenPosted: 07:39 PM Aug 01, 2025Updated: 07:39 PM Aug 01, 2025

মলয় কুণ্ডু: 'দুয়ারে সরকার'-এর পর 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে প্রশাসন। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। আগামী ২ আগস্ট থেকে শুরু 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা।

Advertisement

এবার একনজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন পরিষেবা পাওয়া যাবে।

নিকাশি
* নর্দমা ঢাকার বন্দোবস্ত
* সোক পিট
* কালভার্ট নির্মাণ

পানীয় সরবরাহ
* টিউবওয়েল
* জলের পাইপের কাজ
* পানীয় জলের বন্দোবস্ত
* জলের ট্যাঙ্ক

পথবাতি
* এলইডি আলো
* সোলার আলো

শৌচালয়
* বাজার এলাকায় শৌচালয় তৈরি

আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন
* ছাদের দেখভাল
* জলের বন্দোবস্ত
* খেলার জায়গার ব্যবস্থা
* সীমানা প্রাচীরের বন্দোবস্ত
* নিরাপত্তা সুনিশ্চিত করা

প্রাথমিক বিদ্যালয়
* স্কুলের দেওয়ালের সৌন্দর্যায়ন (আঁকা)
* শৌচালয় সংস্কার
* পানীয় জলের বন্দোবস্ত
* বেঞ্চ
* ছাদ

পুকুর
* পুকুর খনন
* ঘাট বাঁধানো

বর্জ্য
* নোংরা ফেলার জায়গার ব্যবস্থা
* ময়লা পরিষ্কারের বন্দোবস্ত

খোলা জায়গায় জনতার সুবিধায়
* বেঞ্চ
* শেড নির্মাণ
* কমিউনিটি শেডের সংস্কার

বাজার
* স্টল সংস্কার
* নিকাশির বন্দোবস্ত
* আলোর ব্যবস্থা

সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি
* ছোট মঞ্চ
* পতাকা উত্তোলনের বন্দোবস্ত
* উৎসব আয়োজনের জায়গা তৈরি
* কমিউনিটি সেন্টার

গণপরিবহণ
* বাসস্টপে শেডের ব্যবস্থা
* অটো/রিকশা স্ট্যান্ড
* ফুটপাত
* যাত্রী যাতায়াতের ব্যবস্থা
* ফুটব্রিজ
* অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা

সবুজায়ন
* মুক্ত এলাকায় জিম
* গাছের গোড়া বাঁধানোর বন্দোবস্ত
* পার্কে বেঞ্চের ব্যবস্থা

বিদ্যুৎ পরিষেবা
* বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন
* কমিউনিট হল, স্কুল বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি
* ট্রান্সফর্মারের ব্যবস্থা
* বিদ্যুতের খুঁটি সংস্কার
* পর্যাপ্ত জোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয়

রাস্তা
* রাস্তা সংস্কার

অন্যান্য

পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকে, গ্রামে বা শহরাঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন। যেহেতু রাজ্যে প্রায় ৮০ হাজারের বেশি বুথ রয়েছে তাই ২৭ হাজার ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দুয়ারে সরকার'-এর পর 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে প্রশাসন।
  • সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। আগামী ২ আগস্ট থেকে শুরু 'আমাদের পাড়া, আমাদের সমাধান'।
  • আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা।
Advertisement