অর্ণব আইচ: বিয়ের পর থেকেই টাকার জন্য স্বামীর উপর অত্যাচার স্ত্রী-শ্যালক-শ্যালিকার বিরুদ্ধে। না মেলায় যুবককে খুনের চেষ্টা স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকের! যুবককে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। তদন্ত নেমে আক্রান্তের স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্তের নাম মহম্মদ আজাহারউদ্দিন। পূর্ব কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার জাননগর রোডের বাসিন্দা তিনি। বিলকিস আহমেদ নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকে আজাহারউদ্দিনের কাছ থেকে তাঁর শ্যালক, শ্যালিকা, স্ত্রী বিলকিস ক্রমাগত টাকার দাবি করতে থাকে। তিনি সুযোগ-সুবিধা মতো দিয়েছেনও। কিন্তু কখনও টাকা না দিতে পারলে তাঁর উপর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাত বলে অভিযোগ।
গত ২৯ নভেম্বর শ্বশুরবাড়ির লোকেদের টাকা না দিতে পারায় পারিবারিক গোলমাল চরমে ওঠে। অভিযোগ, শ্যালক, স্ত্রী ও অন্য আত্মীয়রা আজাহারউদ্দিনের উপর বঁটি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কোপ দিতে থাকে তারা। রক্তাক্ত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত। সম্প্রতি আক্রান্তের শ্যালককে পুলিশ গ্রেপ্তার করে। রবিবার স্ত্রী বিলকিসকে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
