shono
Advertisement
Kunal Ghosh on Gita Path

গীতাপাঠের ময়দানে আমিষ খাবার বিক্রেতাকে বেদম মার! ভাইরাল ভিডিও, নিন্দা কুণালের

ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Published By: Sucheta SenguptaPosted: 02:30 PM Dec 08, 2025Updated: 04:03 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিগেডে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত গীতাপাঠের (Gita Path in Kolkata) আসরে অপ্রীতিকর ঘটনা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের মাঝে আমিষ খাবার বিক্রির 'অপরাধে' বিক্রেতাকে ব্যাপক মারধর, কান ধরে ওঠবোস করানো হয়েছে। শুধু তাই নয়, তাঁর টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। তবে ভাইরাল ভিডিও দেখে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এনিয়ে ফুঁসে উঠেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, ''আমিষ খাবার যাঁরা খান না, তাঁদের কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওঁরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন। এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি।''

Advertisement

ঘটনা ঠিক কী ঘটেছে? ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, এক বিক্রেতা চিকেন প্যাটিস ভর্তি টিনের বাক্স নিয়ে রবিবার বিক্রি করছিলেন। সেসময় সেখানে আরএসএস ঘনিষ্ঠ সংগঠন আয়োজিত গীতাপাঠের আসর সবে শেষ হয়েছে। এমন সময়েই দেখা গেল, ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করছেন কয়েকজন। তাঁদের কারও কপালে তিলক, কারও গলায় উত্তরীয়। ওই বিক্রেতাকে কান ঘরে ওঠবোস করানোও হয়। তাঁর প্যাটিস ভর্তি টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।

এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ''বিক্রেতারা জাতি-ধর্ম দেখে বিক্রি করেন না। ওই এলাকায় ছুটির দিনে অনেক লোক হয়। কেউ সেখানে ঝালমুড়ি, কেউ লজেন্স বিক্রি করেন। বিক্রেতারা তো আমিষ-নিরামিষ ধরে বিক্রি করতে অভ্যস্ত নন। রোজ নিজেদের পণ্য নিয়ে বিক্রি করেন। যাদের প্যাটিস খাওয়ার নয়, তারা খাবেন না। কিন্তু বিক্রেতাকে মারবেন কেন? ওই জায়গায় কর্মসংস্থান, আয়ের জায়গা। কেউ কিছু না বুঝে হঠাৎ মারলেন কেন? ব্রিগেডের অনুষ্ঠানে দেখলাম, অনেকে চামড়ার জুতো পরে গীতা হাতে ছবি তুলছেন, তাঁদের কেন কান ধরে ওঠবোস করানো হল না? এই ঘটনার তীব্র নিন্দা করছি।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে অপ্রীতিকর ঘটনা!
  • আমিষ খাবার বিক্রেতাকে বেদম মারধর, কান ধরে ওঠবোস করানোর অভিযোগ।
  • ভিডিও ভাইরাল হতেই তীব্র নিন্দা কুণাল ঘোষের, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Advertisement