shono
Advertisement

Breaking News

Humayun Kabir

হুমায়ুনের ৮ হায়দরাবাদি বাউন্সার নাকি কলকাতার! 'ষড়যন্ত্র চলছে', মন্তব্য ক্ষুব্ধ বিধায়কের

ফের প্রতারণার শিকার হুমায়ুন!
Published By: Tiyasha SarkarPosted: 08:55 AM Dec 11, 2025Updated: 08:57 AM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আগেই জানা গিয়েছিল, সৌদির 'ক্কারী' বলে বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসে যে দু'জনের পরিচয় দেওয়া হয়েছিল তারা আদতে বাংলার। এবার প্রকাশ্যে নয়া তথ্য। জানা যাচ্ছে, হায়দারবাদ থেকে যে ৮ জন বাউন্সার এসেছে বলে জানানো হয়েছিল, আদতে নাকি তারা কলকাতার। বিষয়টা প্রকাশ্যে আসতেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক। তাঁর দাবি, ষড়যন্ত্র চলছে। তিনি নাকি ফের প্রতারিত হয়েছেন। 

Advertisement

তৃণমূল সাসপেন্ড করার পরই বারবার প্রাণনাশের আশঙ্কার কথা শোনা গিয়েছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের মুখে। সেই কারণে আগামী তিনমাসের জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন তিনি। আপাতত আকাশপথের ঘোরার পরিকল্পনা হুমায়ুনের। একই সঙ্গে বিধায়ক জানিয়েছিলেন, তাঁর নিরাপত্তায় এক শিল্পপতি ৮ জন হায়দরাবাদি বাউন্সার পাঠাচ্ছেন, যারা সর্বদা তাঁর সঙ্গে থাকবে। সেই মতোই দিন কয়েক আগে হুমায়ুনের পাশে দেখা যায় কয়েকজন বাউন্সারকে। কয়েকদিনের মধ্যেই পর্দাফাঁস। বুধবার রাতে জানা গেল, এই আটজন নাকি কলকাতার! বিষয়টা প্রকাশ্যে আসতেই বেজায় চটেছেন হুমায়ুন। শোনা যাচ্ছে, বাউন্সাররা কলকাতার জানামাত্রই নাকি তাঁদের কাজ থেকে অব্যাহতি দিয়েছেন তিনি।

হুমায়ুন জানিয়েছেন, তিনি কোনওকারণে হায়দরাবাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁরা জানান, বাউন্সাররা নথির সমস্যার কারণে বিমানবন্দরে আটকে। এরপরই তিনি জানতে পারেন তাঁর সঙ্গে থাকা বাউন্সাররা কলকাতার! গোটা বিষয়টাই চক্রান্ত বলে দাবি হুমায়ুনের। তাঁর কথায়, "এত বৃহত্তর চক্রান্ত চলছে যে আমি খেই হারিয়ে ফেলছি। যাঁদের হায়দরাবাদি বলে জানতাম, পরে জানলাম তাঁরা সকলেই কলকাতার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগেই জানা গিয়েছিল, সৌদির 'ক্কারী' বলে বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসে যে দু'জনের পরিচয় দেওয়া হয়েছিল তারা আদতে বাংলার।
  • এবার প্রকাশ্যে নয়া তথ্য। জানা যাচ্ছে, হায়দারবাদ থেকে যে ৮ জন বাউন্সার এসেছে বলে জানানো হয়েছিল, আদতে নাকি তারা কলকাতার।
Advertisement