স্টাফ রিপোর্টার: আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছুটিতে কাটছাঁট। বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি মাত্র ৬ দিন! মঙ্গলবার পর্ষদ আগামী শিক্ষাবর্ষের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানেই দেখা যাচ্ছে গরমের ছুটির দিন ধার্য করা হয়েছে। ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত ওই ছুটির দিন বাছাই করা হয়েছে।
অর্থাৎ, ২০২৬-এ সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা গরমের ছুটি পাবে মাত্র ৬ দিন। এ ব্যাপারে পর্ষদের যুক্তি, নিয়ম মতে বছরে স্কুলগুলিকে ৬৫টি ছুটি বরাদ্দ করা হয়। নতুন করে অনেক ছুটি দেওয়া হচ্ছে। ফলে গরমের ছুটিতে কাটছাঁট করতে হয়েছে। তবে দুর্গাপুজোকে কেন্দ্র করে শারদোত্সব উপলক্ষে ২৮ দিন ছুটি দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার তদারকির জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। তাঁর প্রতিক্রিয়া পাওয়া না গেলেও গরমের ছুটি কমে যাওয়া নিয়ে পর্ষদের এক আধিকারিক জানান, রাজ্য সরকার অনেক নতুন ছুটি ঘোষণা করেছে। যেমন গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাই-র জন্মদিবস, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পুজো—এমন দিনগুলিতে স্কুল ছুটি দেওয়া হয়। এছাড়া, অতিরিক্ত গরমের জন্যও প্রায় প্রতি বছরই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের বাড়তি ছুটি দেয়। সেই ছুটি মানতে হয় স্কুলগুলিকে।
গত বেশ কয়েক বছর ধরেই গ্রীষ্মে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে। রাজ্যের একাধিক জেলায় লু পরিস্থিতি তৈরি হয়। প্রখর গরমে স্কুলে ক্লাস করার ক্ষেত্রে পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গ্রীষ্মকালীন ছুটির দিন বাড়ানো হয় স্কুলগুলিতে।
