shono
Advertisement
Gita Path in Kolkata

'সংবাদ প্রতিদিন' ডিজিটালের খবরের জের, গীতাপাঠের ময়দানে গণপিটুনির ঘটনায় দায়ের FIR

মঙ্গলবার ময়দান থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন আইনজীবী।
Published By: Kousik SinhaPosted: 05:17 PM Dec 09, 2025Updated: 07:11 PM Dec 09, 2025

রমেন দাস: সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরের জের। ব্রিগেডে গীতাপাঠের (Gita Path in Kolkata) অনুষ্ঠানে আমিষ খাবার বিক্রেতাকে মারধরের ঘটনায় দায়ের করা হল এফআইআর। আজ, মঙ্গলবার ময়দান থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন আইনজীবী। ঘটনায় নাম না করে বিজেপি এবং আরএসএসকে একহাত নিয়ে সায়নের অভিযোগ, ''এরা উত্তরপ্রদেশের গণপিটুনির কালচার পশ্চিমবঙ্গে আনতে চাইছে।'' ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ যাতে অবিলম্বে ব্যবস্থা নেয় সেই আবেদনও জানিয়েছেন আইনজীবী।

Advertisement

 রবিবার ময়দানে গীতাপাঠের অনুষ্ঠানের মাঝে আমিষ খাবার বিক্রির ‘অপরাধে’ শেখ রেয়াজুলকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁকে কান ধরে ওঠবোস করানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সোমবার সংবাদ প্রতিদিন ডিজিটালে সেই খবর প্রকাশিত হয়। গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন শেখ রেয়াজুলও। এরপরই গণপিটুনির অভিযোগ দায়ের করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

সনাতন সংস্কৃতি সংসদের তরফে রবিবার ব্রিগেডের ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। সেখানেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনা প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটালকে শেখ রেয়াজুল বলেন, ''চিকেন প্যাটিস আছে শুনেই সব উল্টে দিল। কথা বলতে বলতেই মারধর  শুরু করে দিল। কান ধরেও উঠবোস করিয়েছে।'' তাঁর কথায়, ''ওরা ১৫ থেকে ২০ জন এসেছিল। শেখ রেয়াজুল নাম শুনে ওরা আরও সব উলটে দিল।''  

এনিয়ে ফুঁসে উঠেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ”আমিষ খাবার যাঁরা খান না, তাঁদের কিনবেন না। কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন? ওঁরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন। এরকম করা যায় না। তীব্র নিন্দা করছি।

ঘটনা ঠিক কী ঘটে? ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, এক বিক্রেতা চিকেন প্যাটিস ভর্তি টিনের বাক্স নিয়ে রবিবার বিক্রি করছিলেন। সেসময় সেখানে আরএসএস ঘনিষ্ঠ সংগঠন আয়োজিত গীতাপাঠের আসর সবে শেষ হয়েছে। এমন সময়েই দেখা গেল, ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করছেন কয়েকজন। তাঁদের কারও কপালে তিলক, কারও গলায় উত্তরীয়। ওই বিক্রেতাকে কান ঘরে ওঠবোস করানোও হয়। তাঁর প্যাটিস ভর্তি টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে এক খাবার বিক্রেতাকে মারধর!
  • আমিষ খাবার বিক্রির ‘অপরাধে’ তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
  • এই খবর প্রকাশিত হওয়ার পরেই স্থানীয় ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের আইনজীবীর।
Advertisement