কৃষ্ণকুমার দাস: বিএলওর সঙ্গে দুর্ব্যবহার! অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ। কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দা এক ভোটারের বিরুদ্ধে এফআইআর করল নির্বাচন কমিশন।
রাজ্যজুড়ে চলছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও তা পূরণের পর জমা নিচ্ছেন বিএলওরা। কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার খাস কলকাতায় বিএলওর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। জানা গিয়েছে, কলকাতার একটি অভিজাত আবাসনের বাসিন্দা নিশান্থ আহমেদ। যদিও বর্তমানে সপরিবারে অন্যত্র থাকেন তাঁরা। ফলে কলকাতার ঠিকানাটা আপাতত ফাঁকা। তবে কলকাতারই ভোটার তাঁরা। স্বাভাবিকভাবেই বিএলও ফর্ম দিতে গিয়েছিলেন। তাতেই বিপত্তি। অভিযোগ, নিশান্থ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বিএলওকে। গোটা বিষয়টা জানার পরই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করে নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে, কলকাতা ছাড়াও একাধিক ঠিকানায় ভোটার কার্ড রয়েছে ওই ব্যক্তির।
প্রসঙ্গত, অক্টোবরের শেষের দিকে বাংলা-সহ ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে কমিশন। নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম বিলি। আগামী ১৬ তারিখ প্রকাশিত হবে খসড়া তালিকা। মূল তালিকা প্রকাশ হবে আগামী ফেব্রুয়ারিতে। কেন এখনই এসআইআর করা হল, তা নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির কথায় ভোটের আগে পরিকল্পনামাফিক আচমকা এসআইআর করছে কমিশন।
