shono
Advertisement
Partha Chatterjee

দুর্নীতিতে 'সরাসরি যুক্ত' পার্থ, প্রাথমিক নিয়োগ মামলায় ফের নাকচ জামিনের আবেদন

নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০২২ সালে গ্রেপ্তার হন পার্থ।
Published By: Sayani SenPosted: 02:20 PM Apr 17, 2025Updated: 02:30 PM Apr 17, 2025

অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে 'সরাসরি যুক্ত' প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তাঁকে জামিনে মুক্তি দিলে নষ্ট হতে পারে তথ্যপ্রমাণ। এই যুক্তিতে বৃহস্পতিবারও সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ।

Advertisement

গত ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন গত অক্টোবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন। তবে সিবিআইয়ের মামলায় বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। গত ৩ এপ্রিল ছিল এই মামলার শেষ শুনানি। গত ১১ এপ্রিল এই মামলায় রায় ঘোষণার কথা ছিল। তবে ওইদিন বিচারক অনুপস্থিত ছিলেন। এরপর বৃহস্পতিবার ছিল মামলার শুনানি। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পার্থর জামিনের আবেদন করা হয়। তবে তাতে লাভ হল না। জামিনের আবেদন খারিজ করল আদালত।

বিচার ভবনে সিবিআইয়ের মামলায় বিচারক বলেন, "চার্জশিট-সহ যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সরাসরি যুক্ত। এই মুহূর্তে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই পার্থকে এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয়।" উল্লেখ্য, এই মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে মোট ১১ জনের। তার মধ্যে ৮ জন জামিন পেয়েছেন। বাকি পার্থ চট্টোপাধ্যায়-সহ তিনজন এখনও জেলবন্দি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে 'সরাসরি যুক্ত' প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
  • এই মুহূর্তে তাঁকে জামিনে মুক্তি দিলে নষ্ট হতে পারে তথ্যপ্রমাণ।
  • এই যুক্তিতে বৃহস্পতিবারও সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ।
Advertisement