রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে ফের সিপিএমের ফেসবুকের প্রোফাইল ছবি বদল। বদলেছে কভার ছবিও। অনেকে মনে করছে, কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার বার্তাও রয়েছে ফেসবুকের প্রোফাইল ছবিতে। যদিও সিপিএম নেতৃত্বের দাবি, যা করার আইটি টিম করেছে। হতেই পারে শান্তির বার্তা।
সিপিএমের প্রোফাইল ছবিতে সাদা কালোয় কাশ্মীরের পাহাড়ি পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। তার উপর রয়েছে কাস্তে-হাতুড়ি। আর দলের প্রতীকের উপর রয়েছে 'শান্তির প্রতীক' সাদা পায়রা। এদিকে কভার ছবিতেও তেরঙ্গার মধ্যে কাশ্মীরে পরিবেশ। সেখানেও রয়েছে পায়রা। এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "যা করার আইটি টিম করেছে। হতেই পারে শান্তির বার্তা।"
মাস দু’য়েক আগে সিপিএমের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছিল। যেখানে ছিল, নীল আকাশ সাদা মেঘের মাঝে বিরাজমান কাস্তে হাতুড়ি। কাস্তে-হাতুড়ির রং লালের পরিবর্তে ছিল সোনালি। ‘শূন্য থেকে মহাশূন্যে’ চলে যাওয়া সিপিএমের সেই ভাবান্তরে রীতিমতো তাজ্জব হয়েছিলেন নেটিজেনরা। তখন কমেন্ট বক্স ভরে উঠেছিল কটাক্ষে। অনেকে কটাক্ষ করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল-সাদায় অনুপ্রাণিত সিপিএম। তাই এই রং বদল! এবার কাশ্মীরে জঙ্গিহানার ঘটনা নিয়ে যখন পরিস্থিতি তপ্ত। তখন কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার কথাই রাজ্য সিপিএম তাদের ফেসবুক প্রোফাইলের ছবি বদল করে বলতে চেয়েছে বলে মনে করা হচ্ছে।
