উৎসবের মরশুম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তীর্থযাত্রীদের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে ইসকন মায়াপুর একটি অনলাইন আবাসন প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে। একাধি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে রুম বুকিং চলছে। রয়েছে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং চ্যানেলও! ওইসব মাধ্যম থেকে ঘর বুক করে সমস্যায় পড়তে হয়েছে বহু মানুষ, পরিবারকে! বুকিংয়ের জন্য দেওয়া টাকাও খোয়া গিয়েছে বলে অভিযোগ। মায়াপুরের আবাসন কেন্দ্র—প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনে ঘর ভাড়া দেওয়ার কথা বলা হচ্ছে ওই প্রতারণা মাধ্যমে।
বিষয়টি সামনে আসার পরই কালবিলম্ব করেনি ইসকন কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে এফআইআর দায়ের করেছে। পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও বিষয়টি জানানো হয়েছে।
ইসকন সূত্রে জানা গেছে, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং চ্যানেল তৈরি করেছে। যেখানে মায়াপুরের পরিচিত আবাসন কেন্দ্র—প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনে ঘর দেওয়ার মিথ্যা দাবি করা হচ্ছে। কর্তৃপক্ষের চিহ্নিত এমনই একটি অননুমোদিত ওয়েবসাইট হল www.prabhupadvillage.com। একই ধরনের আরও বহু ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে।
এই বিষয়ে ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, “এই ওয়েবসাইটগুলি দেখতে অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য। উৎসবের সময় ঘরের চাহিদা বেশি থাকায় তারা কখনও ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়। পুরো টাকা নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে যায়।” সাধারণ ভক্ত, পর্যটকদের সতর্ক করতে ইসকনের পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইট ফের জনসমক্ষে এনেছে। ইসকনের তরফে বলা হয়েছে, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল https://www.visitmayapur.com/, এছাড়া অন্য কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন কলের মাধ্যমে করা বুকিং অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
- জনসাধারণের জন্য ইসকনের পরামর্শ
- রুম বুকিং করুন কেবল https://www.visitmayapur.com/ ওয়েবসাইটে।
- হোয়াটসঅ্যাপ-ভিত্তিক বুকিং, ব্যক্তিগত ফোন কল বা এজেন্ট এড়িয়ে চলুন।
- ছাড়, তাড়াহুড়োর দাবি বা অনানুষ্ঠানিক আশ্বাসে বিভ্রান্ত হবেন না।
- টাকা দেওয়ার আগে ওয়েবসাইটের URL ভালোভাবে যাচাই করুন
