shono
Advertisement
Dilip Ghosh

শাহের পর মোদি সাক্ষাতে দিলীপ, ছাব্বিশের আগে 'দাবাং নেতা'কে চাঙ্গা করতে কী মন্ত্র প্রধানমন্ত্রীর?

বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে দিলীপ ঘোষের। কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর সেভাবে আর প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি তাঁকে।
Published By: Kousik SinhaPosted: 01:24 PM Jan 20, 2026Updated: 01:52 PM Jan 20, 2026

মালদহ কিংবা সিঙ্গুরের সভায় দেখা যায়নি তাঁকে! যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু তার মাঝেই দেখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh)। শুধু তাই নয়, কথাও হল কিছুক্ষণ। যা ঘিরে ফের চর্চা বিজেপির রাজনীতিতে।

Advertisement

জানা যায়, সিঙ্গুরের সভা করে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। আর সেখানেই দিলীপের উদ্দেশে মোদি জিজ্ঞাসা করলেন, 'কেমন আছেন, কীরকম সব চলছে'। দিলীপও খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের। প্রধানমন্ত্রীকে দিলীপ জিজ্ঞেস করেন, "আপনার শরীর কেমন আছে?” বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে দিলীপ ঘোষের। কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর সেভাবে আর প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি তাঁকে।

এরপর আবার একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মোদির সভাতেও ডাকা হত না দিলীপকে। কিন্তু সম্প্রতি অমিত শাহর ইচ্ছায় বিজেপিতে ফের প্রাসঙ্গিক হয়েছেন দিলীপ। শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দলের কর্মসূচিতে থাকছেন। সল্টলেকে রাজ্য পার্টি অফিসেও প্রায় নিয়মিত যাচ্ছেন। এমনকী ময়দানে নেমে জনসংযোগের কাজও শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির এই 'দাবাং' নেতা। যদিও মালদহ ও সিঙ্গুরে মোদির সভামঞ্চে অবশ্য বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপকে রাখা হয়নি। যদিও দলের আদি কর্মীরা চেয়েছিলেন সভায় প্রাক্তন সাংসদ যেন থাকেন। কিন্তু তা সম্ভব হয়নি!

sশুধু দায়িত্ব দেওয়া হয়েছিল সিঙ্গুরের সভা শেষে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। সেই মতো রবিবার কলকাতা বিমানবন্দরে ছিলেন তিনি। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হল। যদিও সামান্য কিছুক্ষণ। সেখানে উভয়ই উভয়ের খোঁজ নিয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement