shono
Advertisement
Santanu Sen

রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন, কারণ নিয়ে ধোঁয়াশা

তাঁর বদলে মেডিক্যাল কাউন্সিলের নতুন সদস্য কে হবেন, তা এখনও স্থির হয়নি বলে সূত্রের খবর।
Published By: Sucheta SenguptaPosted: 05:37 PM Dec 06, 2024Updated: 06:55 PM Dec 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে এবার অপসারিত ডাক্তার শান্তনু সেন। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তিনি কাউন্সিলের মনোনীত সদস্য ছিলেন। কিন্তু পদ থেকে অপসারিত হওয়ায় তাঁর বদলে কে আসবেন, তা এখনও স্থির করা হয়নি বলে খবর। শান্তনু সেনকে সরানোর কারণও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, দলের তরফে এই সুপারিশ জানানো হয়েছিল মেডিক্যাল কাউন্সিলের কাছে। তা নিয়ে চর্চা চলছে সব মহলে। 

Advertisement

বহুদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য ডাক্তার শান্তনু সেন। তিনি আইএমএ-র রাজ্য শাখার সভাপতিও ছিলেন। এবারে আইএমএ-র ভোটেও শান্তনু সেন গোষ্ঠী এগিয়ে বলে জানা গিয়েছে।  এছাড়া আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। তবে গত আগস্টে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিগুলি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে। ফলে শান্তনু সেনকেও সরে যেতে হয়।

যদিও আর জি করের ঘটনার পর থেকে সংবাদমাধ্যমে দেওয়া শান্তনু সেনের বক্তব্য নিয়ে আপত্তি ছিল দলের। সেই কারণে তাঁকে মুখপাত্র পদ থেকে সরানো হয়। দলের সঙ্গে তাঁর দূরত্বও খানিকটা বেড়ে যায়। কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসারের ঘর থেকেও তাঁর নামফলক মুছে দেওয়া হয়। এসবের পর এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ সংগঠন থেকে শান্তনু সেনের অপসারণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হল। যদিও এই অপসারণের বিষয়টি তাঁর অজ্ঞাত বলে দাবি করেছেন শান্তনু সেন। তাঁর প্রতিক্রিয়া, কোনও নোটিস পাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত ডাক্তার শান্তনু সেন।
  • তাঁর বদলে কে হবেন নতুন সদস্য, তা এখনও অজানা।
Advertisement